লাখো বছরের পুরোনো হ্রদ আবার জেগে উঠল
যত দূর চোখ যায় ধু ধু মরুভূমি, আর সারি সারি রুক্ষ পাহাড়। খুঁজেও মেলে না পিপাসা মেটানোর একফোঁটা পানি। চতুর্দিকে যেন মৃত্যুর হাতছানি। তাই, হয়তো এলাকাটির নাম ‘ডেথ ভ্যালি’ বা ‘মৃত্যুর উপত্যকা’। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এই উপত্যকায় এ বছর জেগে উঠেছে একটি হ্রদ। প্রাচীন হ্রদটি পুরোপুরি শুকিয়ে গিয়েছিল বহু আগেই। হ্রদটি কতটা প্রাচীন? শত কিংবা হাজার নয়, যেতে হবে ১ লাখ ২৮ হাজার থেকে ১ লাখ ৮৬ হাজার বছর আগে।