সাউথ ক্যারোলাইনায় নিকি হ্যালিকে হারালেন ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রাথমিক প্রার্থী বাছাইয়ে গতকাল শনিবার নিকি হ্যালিকে সহজেই হারিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
গতকাল ভোট গ্রহণ শেষ হয় সন্ধ্যা সাতটায়। সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘রিপাবলিকান দল এখন যেমন আছে, আমি কখনোই তেমন ঐক্যবদ্ধ দেখিনি।’ ৩০ মিনিট ধরে দেওয়া ওই বক্তব্যে ট্রাম্প একবারও হ্যালির নাম উল্লেখ করেননি।
আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা, ইউএস ভার্জিন আইল্যান্ডস ও এখন হ্যালির নিজের অঙ্গরাজ্যেও ট্রাম্প এভাবে আধিপত্য বিস্তার করলেন।
এডিসন রিসার্চের জরিপ অনুসারে, সাউথ ক্যারোলাইনায় ট্রাম্প পেয়েছেন ৬৩ শতাংশ আর নিকি হ্যালি পেয়েছেন ৩৬ দশমিক ৮ শতাংশ ভোট।
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে লড়বেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।