দীর্ঘদিন দূষিত বায়ুর সংস্পর্শে থাকলে বিষণ্নতার ঝুঁকি বাড়ে

বায়ুদূষণ মানুষের শরীরের পাশাপাশি মনেও নানান রোগব্যাধির জন্ম দিচ্ছেছবি: রয়টার্স

দীর্ঘদিন দূষিত বায়ুর সংস্পর্শে থাকলে মানুষের বিষণ্নতার ঝুঁকি বাড়ে। নতুন দুটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক জেএএমএ নেটওয়ার্ক সাময়িকীতে গবেষণা দুটি প্রকাশিত হয়েছে। একটি গবেষণা প্রকাশিত হয়েছে জেএএমএ নেটওয়ার্ক ওপেনে, অপরটি জেএএমএ সাইকিয়াট্রিতে।

জেএএমএ নেটওয়ার্ক ওপেনে প্রকাশিত গবেষণায় দেখা যায়, দীর্ঘদিন উচ্চ মাত্রার বায়ুদূষণের সংস্পর্শে থাকা ব্যক্তিদের বৃদ্ধ বয়সে বিষণ্নতার ঝুঁকি বাড়ে।

জেএএমএ সাইকিয়াট্রিতে প্রকাশিত গবেষণায় উঠে এসেছে, বায়ুদূষণের মাত্রা কম হলেও দীর্ঘ মেয়াদে তা মানুষের মধ্যে বিষণ্নতা ও উদ্বেগ বাড়ানোর সঙ্গে যুক্ত।

বায়ুদূষণ যে মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর, তা গবেষণায় প্রমাণিত। বায়ুদূষণের কারণে মানুষ নানা ধরনের রোগব্যাধিতে আক্রান্ত হয়। হৃদ্‌রোগ ও শ্বাসতন্ত্রের রোগের সঙ্গে বায়ুদূষণের সম্পর্ক থাকার বিষয়টি প্রমাণিত। বায়ুদূষণের কারণে মানসিক রোগব্যাধির নানা তথ্যও গবেষণায় উঠে আসছে। নতুন এই গবেষণা দুটি মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর বায়ুদূষণের ক্ষতিকর প্রভাবের প্রমাণ হাজির করল।

বয়স্ক আমেরিকানদের ওপর বায়ুদূষণের প্রভাব নিয়ে ২০০৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত গবেষণা দুটি করেছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ও ইমোরি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁরা প্রায় ৯০ লাখ মানুষের তথ্য-উপাত্ত পর্যালোচনা করেছেন। তাঁদের মধ্যে ১৫ লাখের বেশি মানুষের বিষণ্নতায় ভোগার বিষয়টি উঠে আসে।

গবেষকেরা বলেছেন, তাঁরা গবেষণায় দীর্ঘ মেয়াদে উচ্চমাত্রার দূষিত বায়ুর সংস্পর্শে আসা ব্যক্তিদের বৃদ্ধ বয়সে বিষণ্নতায় ভোগার যোগসূত্র খুঁজে পেয়েছেন। পরিসংখ্যানগত দিক থেকে তাঁরা এই দুইয়ের মধ্যে তাৎপর্যপূর্ণ ক্ষতিকর যোগসূত্র পর্যবেক্ষণ করেছেন।

অনগ্রসর এলাকার মানুষ বেশি ঝুঁকিতে থাকেন বলে উল্লেখ করেন গবেষকেরা। তাঁরা বলেন, আর্থসামাজিকভাবে অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যদের দীর্ঘ মেয়াদে বায়ুদূষণের সংস্পর্শে আসার কারণে প্রবীণ বয়সে তাঁদের বিষণ্নতায় ভোগার ঝুঁকি অনেক বেশি।

আরও পড়ুন