নিউইয়র্কে হামলার স্মৃতিকথা প্রকাশ করবেন রুশদি 

সালমান রুশদি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের ওপর ছুরি হামলা নিয়ে স্মৃতিকথা প্রকাশ করতে যাচ্ছেন খ্যাতনামা লেখক সালমান রুশদি। আগামী বছরের ১৬ এপ্রিল নাইফ: মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পটেড মার্ডার নামে বইটি প্রকাশ করা হবে। গত বুধবার বইটির প্রকাশক পেঙ্গুইন র‍্যানডম হাউস এ ঘোষণা দিয়েছে। 

২০২২ সালের আগস্টে নিউইয়র্কের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতের শিকার হন রুশদি। ওই হামলায় এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। একটি হাতও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর ওপর হামলার জন্য মার্কিন বংশোদ্ভূত এক শিয়া মুসলিমকে অভিযুক্ত করা হয়েছে। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। 

আরও পড়ুন

গত বছরের ওই হামলার পর থেকে খুব কমই জনসমক্ষে এসেছেন ৭৬ বছর বয়সী রুশদি। হামলার ছয় মাস পর ভিক্টরি সিটি নামে তাঁর একটি উপন্যাস প্রকাশিত হয়। এ ছাড়া মে মাসে ব্রিটিশ বুক অ্যাওয়ার্ডস তাঁকে ‘ফ্রিডম টু পাবলিশ’ পুরস্কার দেয়। বুধবার পেঙ্গুইন র‍্যানডম হাউসের দেওয়া এক বিবৃতিতে নিজের লেখা নতুন স্মৃতিকথা নিয়ে রুশদি বলেছেন, ‘এই বইটি লেখা আমার জন্য খুবই প্রয়োজন ছিল।’

আরও পড়ুন

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি ১৯৮১ সালে তাঁর লেখা বই মিডনাইটস চিলড্রেন দিয়ে খ্যাতি অর্জন করেন। কিন্তু ১৯৮৮ সালে তাঁর চতুর্থ বই দ্য স্যাটানিক ভার্সেস-এর জন্য তাঁকে ৯ বছর লুকিয়ে থাকতে হয়েছিল।

স্যাটানিক ভার্সেস উপন্যাসে ধর্ম অবমাননা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এটি প্রকাশের পর থেকে রুশদি হত্যার হুমকি পেয়ে আসছিলেন। বইটি প্রকাশের এক বছর পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি রুশদির মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেন। সেই সঙ্গে তাঁর মাথার দাম হিসেবে ৩ মিলিয়ন (৩০ লাখ) ডলার পুরস্কার ঘোষণা করেন।