তৃতীয় সন্তানের বাবা-মা হচ্ছেন জাকারবার্গ-চ্যান
ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তৃতীয়বারের মতো বাবা হতে চলছেন। আজ বৃহস্পতিবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জাকারবার্গ তাঁর ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানান, স্ত্রী প্রিসিলা চ্যান অন্তঃসত্ত্বা। তাঁদের তৃতীয় সন্তান আসছে।
জাকারবার্গ লিখেছেন, ‘অনেক ভালোবাসা। এ খবর জানাতে পেরে আনন্দিত যে ম্যাক্সিমা ও আগস্ট আগামী বছর একজন বোন পাচ্ছে।’
জাকারবার্গ (৩৮) ও চ্যান (৩৭) দম্পতির দুটি কন্যাসন্তান আছে। বড় মেয়ের নাম ম্যাক্সিমা। তার জন্ম ২০১৫ সালে। দ্বিতীয় মেয়ের নাম আগস্ট। তার জন্ম ২০১৭ সালে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চ্যানের সঙ্গে জাকারবার্গের পরিচয় হয়। পরিচয় থেকে ২০০৩ সালে প্রেম। তাঁরা ২০১২ সালে বিয়ে করেন।
শিক্ষার্থী অবস্থায় ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠা করেন জাকারবার্গ। তাঁর সহযোগী ছিলেন এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিজ, ক্রিস হিউজ প্রমুখ।
জাকারবার্গ বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ারসের তথ্যমতে, বর্তমানে জাকারবার্গের সম্পদের পরিমাণ ৫২ দশমিক ৮ বিলিয়ন ডলার।