যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুকধারীর গুলি, হামলাকারীসহ নিহত ২

বন্দুক
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চলে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে স্থানীয় সময় গতকাল শুক্রবার একটি মানসিক হাসপাতালে গুলি চালিয়েছেন বন্দুকধারী। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। পরে বন্দুকধারীও গুলিতে নিহত হন।

হ্যাম্পশায়ার পুলিশ কর্নেল মার্ক হল বলেছেন, সন্দেহভাজন ওই বন্দুকধারী নিউ হ্যাম্পশায়ার হাসপাতালে ঢুকে লবিতেই একজনকে গুলি করেছেন। ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, হাসপাতালে নিযুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য ওই বন্দুকধারীকে গুলি করেন। এতে তিনি নিহত হন।

এ ঘটনায় সাধারণ জনগণের ভীত হওয়ার কোনো কারণ নেই বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি বেশ কয়েকটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অনেকেই হতাহত হয়েছেন।