রিপাবলিকান সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন না ট্রাম্পের ছেলে ব্যারন

ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্প। ১৬ আগস্ট, ২০২০ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্প দলটির জাতীয় সম্মেলনে অংশ নেবেন না। ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে দলের প্রতিনিধি হিসেবে তাঁর অংশগ্রহণ করার কথা ছিল। আগামী জুলাইয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ব্যারনের মা মেলানিয়া ট্রাম্পের কার্যালয় গতকাল শুক্রবার এ খবর জানিয়েছে। কার্যালয় বলেছে, আগে দেওয়া কিছু প্রতিশ্রুতি রক্ষায় এ সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন না ব্যারন।

এক দিন আগে গত বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির নির্বাচনী প্রচার দলের একজন কর্মকর্তা বলেন, ফ্লোরিডা থেকে দলীয় প্রতিনিধি হিসেবে জাতীয় সম্মেলনে অংশগ্রহণ করার জন্য ব্যারন ট্রাম্পকে (১৮) মনোনীত করা হয়েছে।

মেলানিয়া ট্রাম্পের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ব্যারনকে দলের জাতীয় সম্মেলনে প্রতিনিধিত্ব করার জন্য ফ্লোরিডা রিপাবলিকান পার্টি তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করে সম্মানিত করেছে। কিন্তু পূর্বপ্রতিশ্রুতির কারণে এতে অংশ নিতে দুঃখের সঙ্গে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

জাতীয় সম্মেলনে অংশ নিতে ফ্লোরিডা রিপাবলিকান পার্টি তাদের প্রতিনিধিদের একটি তালিকা তৈরি করেছে। এ তালিকায় অন্যদের পাশাপাশি ব্যারনকেও অন্তর্ভুক্ত করে তারা।

আরও পড়ুন

প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ে প্রতিটি অঙ্গরাজ্যে প্রাইমারি অনুষ্ঠিত হওয়ার পর জাতীয় সম্মেলনে অংশ নিতে এমন প্রতিনিধির তালিকা তৈরি করা হয়ে থাকে। সম্মেলনে প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়।

নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন