খ্যাতিমান মার্কিন টেলিভিশন টক শো উপস্থাপক জেরি স্প্রিংগার আর নেই। আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের নিজ বাসায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
১৯৯১ সাল থেকে প্রায় তিন দশক ‘দ্য জেরি স্প্রিংগার শো’ নামের একটি অনুষ্ঠান পরিচালনা করেছেন এই উপস্থাপক। তাঁর মৃত্যু ‘শান্তিপূর্ণভাবে’ হয়েছে বলে জানিয়েছেন স্প্রিংগারের জনসংযোগ কর্মকর্তারা।
স্প্রিংগারের মৃত্যুর পর তাঁর বন্ধু ও পরিবারের মুখপাত্র জেন গ্যালভিন এক বিবৃতিতে বলেছেন, স্প্রিংগারের সফলতার মূলে রয়েছে মানুষের সঙ্গে তাঁর যুক্ত হওয়ার ক্ষমতা। তাঁর স্থান অপূরণীয়। এই মৃত্যু সবাইকে অত্যন্ত ব্যথিত করেছে। তবে তাঁর জ্ঞান ও হাসিঠাট্টার স্মৃতিগুলো বেঁচে থাকবে।
উপস্থাপনার পাশাপাশি জেরি স্প্রিংগার রাজনৈতিক প্রতিবেদক ও ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি ওহিও অঙ্গরাজ্যের সিনসিনাটি শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাই ও রাজনীতিক রবার্ট এফ কেনেডির উপদেষ্টাও ছিলেন তিনি।