সিকে ‘সতর্ক’ হতে বললেন বাইডেন

ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস, ওয়াংশিটন, ১৫ নভেম্বর ২০২১
ছবি: রয়টার্স

পশ্চিমাদের বিনিয়োগের ওপর চীনের অর্থনীতি নির্ভরশীল—এ কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে ‘সতর্ক হওয়ার’ পরামর্শ দিয়েছেন। চলতি বছরের গোড়ার দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চিন পিংয়ের বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ওই পরামর্শ দেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া বিশেষজ্ঞদের সাক্ষাৎকারে বিষয়টি উঠে এসেছে।

ওই বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্টকে বলেন, ‘আমি বলেছি, এটা কোনো হুমকি নয়। এটা আমার পর্যবেক্ষণ।’

আরও পড়ুন

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা শুরুর পর থেকে ৬০০ মার্কিন কোম্পানি রাশিয়া থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে উল্লেখ করে জো বাইডেন বলেন, ‘আপনি (সি চিন পিং) বলেছেন যে আপনার দেশের অর্থনীতি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ওপর নির্ভরশীল। সুতরাং আপনি সতর্ক হোন, সতর্ক হোন।’

এদিকে বিরোধপূর্ণ সম্পর্কের উন্নয়ন কীভাবে করা যায়, সেই লক্ষ্য নিয়ে চীন সফর করছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। তবে বেইজিংয়ে গিয়ে চীন সরকারের সমালোচনা করতে দেখা গেল তাঁকে। একই সঙ্গে তিনি এ–ও বলেছেন, কোনো এক পক্ষের সুবিধা নয়, সুস্থ প্রতিযোগিতা চায় ওয়াশিংটন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় এবং গুরুত্বপূর্ণ কিছু খনিজ পদার্থ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করায় বেইজিংয়ের সমালোচনা করেন ইয়েলেন।

আরও পড়ুন

চার দিনের সফরে গত বৃহস্পতিবার বেইজিংয়ে পৌঁছান মার্কিন অর্থমন্ত্রী ইয়েলেন। সেখানে যাওয়ার আগে তিনি বলেছিলেন, চীনের অসাধু বাণিজ্যচর্চার বিরুদ্ধে ওয়াশিংটন ও এর পশ্চিমা মিত্রদের পদক্ষেপ অব্যাহত থাকবে।

আরও পড়ুন