যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের এক বাসিন্দার বাড়িতে একটি পার্সেল আসে। কিন্তু তিনি অনলাইনে কিছুই অর্ডার করেননি। তাই হঠাৎ দোরগোড়ায় একটি বাক্স দেখে অবাক হন তিনি। সেই বাক্স খোলার পর তাঁর চোখ কপালে উঠে। বুঝতে পারেন, ভুল করে বাক্সভর্তি সরীসৃপ কেউ তাঁর বাড়ির দরজায় রেখে গেছে। পরে উপায় না দেখে পুলিশ ডাকেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি নিউইয়র্কের পোর্ট চেস্টার এলাকায় ঘটেছে। স্থানীয় পুলিশ বিভাগ তাদের ফেসবুক পেজে ঘটনাটি নিয়ে একটি পোস্ট করেছে। তাতে বলা হয়েছে, কেউ একজন ঠিকানা ভুল করে স্থানীয় এক ব্যক্তির বাড়ির দরজায় একটি পার্সেল রেখে গেছেন। ওই পার্সেলে টিকটিকি ও ইগুয়ানায় ভরপুর ছিল। ইগুয়ানা টিকটিকির মতো দেখতে একধরনের সরীসৃপ। এটা দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে বেশি দেখা যায়।
পোর্ট চেস্টারের পুলিশ জানিয়েছে, বাড়ির দরজায় বাক্সভর্তি সরীসৃপ দেখে ভীষণ ভয় পেয়ে যান ওই ব্যক্তি। পরে পুলিশ ডাকেন। পুলিশ সদস্যরা গিয়ে তাঁর বাড়ি থেকে সরীসৃপগুলোকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসেন। পুলিশের ধারণা, ঠিকানা ভুল করায় এই কাণ্ড ঘটেছে। তবে কে বা কারা ওই ব্যক্তির বাড়ির দরজায় পার্সেলটি রেখে এসেছিল, তা জানা যায়নি। আর ওই ব্যক্তির নাম–ঠিকানাও প্রকাশ করা হয়নি।
গত ২৭ আগস্ট পুলিশের ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, নিউইয়র্কের কেউ যদি সরীসৃপ অর্ডার করেও এখনো সেগুলোর সরবরাহ বুঝে পাননি, তবে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। আপনার জন্য পাঠানো প্রাণীগুলোই হয়তো ভুল ঠিকানায় চলে গেছে।
ইউপিআইয়ের প্রতিবেদনে বলা হয়, প্রাণীগুলো বুঝে নিতে এখনো কেউ পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি।