চীন থেকে জোড়া পান্ডা যাচ্ছে ওয়াশিংটনে

পান্ডাপ্রতীকী ছবি: রয়টার্স

চীনের কাছ থেকে এক জোড়া জায়ান্ট পান্ডা পাচ্ছে যুক্তরাষ্ট্র। এই জোড়া পান্ডাকে ওয়াশিংটনের স্মিথসোনিয়ান জাতীয় চিড়িয়াখানায় রাখা হবে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে।

চলতি বছরের শেষ নাগাদ বাও লি এবং কিনং বাও নামে দুটি জায়ান্ট পান্ডা যুক্তরাষ্ট্রের রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে। বাও লি পুরুষ পান্ডা। বয়স দুই বছর। কিনং বাওয়ের বয়সও দুই বছর। এটি স্ত্রী পান্ডা।

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি ছিল বাইডেন এক ভিডিও বার্তায় চীনের কাছ থেকে এ দুটি পান্ডা পাওয়ার কথা ঘোষণা দেন। তিনি বলেন, এটা একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’।

চীনের ঐতিহাসিক ‘পান্ডা কূটনীতির’ অংশ হিসেবে ওয়াশিংটনে যাচ্ছে জোড়া পান্ডা। ১৯৭২ সালে এই কূটনীতি শুরু হয়েছিল। ওই বছর ঐতিহাসিক সফরে বেইজিং গিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। সফরকালে নিক্সনকে জোড়া পান্ডা উপহার দিয়েছিল চীন। সেই থেকে চীন-মার্কিন উষ্ণ সম্পর্কের প্রতীক বিবেচিত হয়ে আসছে পান্ডা।

ওয়াশিংটনের স্মিথসোনিয়ান জাতীয় চিড়িয়াখানার পরিচালক ব্র্যান্ডি স্মিথ বলেন, এই ঐতিহাসিক মুহূর্ত প্রমাণ করে যে, চীনা সহকর্মীদের সঙ্গে আমাদের সহযোগিতার সম্পর্কে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

চীনের ওয়াইল্ডলাইফ কনজারভেশন অ্যাসোসিয়েশনের (সিডব্লিউএসএ) সঙ্গে নতুন একটি চুক্তি করেছে ওয়াশিংটনের স্মিথসোনিয়ান জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এ চুক্তির আওতায় পান্ডা দুটি হস্তান্তর করা হচ্ছে।

জানা গেছে, সিডব্লিউএসএর গবেষণা ও প্রাণী সংরক্ষণ কার্যক্রম এগিয়ে নিতে সংগঠনটিকে প্রতিবছর ১০ লাখ ডলার করে ফি দেবে যুক্তরাষ্ট্রের জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।