জরিমানা পরিশোধ না করলে ট্রাম্পের সম্পদ বাজেয়াপ্তের হুঁশিয়ারি

ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: রয়টার্স

প্রতারণার মামলায় আদালতের করা জরিমানা পরিশোধ করতে না পারলে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পদ জব্দের হুঁশিয়ারি দিয়েছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস। গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যম এবিসি নিউজকে এ কথা বলেছেন তিনি।

গত সপ্তাহে একটি প্রতারণা মামলায় ট্রাম্পকে ৩৫ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করেন নিউইয়র্কের একজন বিচারক। ওই মামলার রায়ে বলা হয়, ঋণ–সুবিধা পেতে নিজের সম্পদ বাড়িয়ে দেখিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানিয়েছেন।

এবিসি নিউজকে অ্যাটর্নি জেনারেল জেমস বলেন, ‘আদালতের রায় অনুযায়ী তাঁর (ট্রাম্প) যদি জরিমানা পরিশোধের মতো যথেষ্ট তহবিল না থাকে, তাহলে আমরা রায় বাস্তবায়নে ব্যবস্থা নেব এবং তাঁর সম্পদ বাজেয়াপ্তের জন্য বিচারকের কাছে আবেদন করব।’

এদিকে লেটিটিয়া জেমস পক্ষপাতিত্ব করছেন বলে অভিযোগ তুলেছেন ট্রাম্প। কারণ, তিনি ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত একজন প্রতিনিধি। আর মামলার রায়ের বিরুদ্ধে আপিল করে ট্রাম্প এ-ও বলতে পারেন যে ঋণ–সুবিধা পেতে সম্পদ বাড়িয়ে দেখানোয় প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হননি।

তবে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল মনে করেন, অর্থনৈতিক প্রতারণায় কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হয়। ট্রাম্প বিরাট এক প্রতারণার সঙ্গে যুক্ত ছিলেন। আর সেটি কোনো সাধারণ ভুল ছিল না। তাঁর ওই প্রতারণা ছিল অবাক করে দেওয়ার মতো।