ট্রাম্পের বাণিজ্যনীতি মোকাবিলায় ব্রাজিলে ব্রিকসের বৈঠক
ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বাণিজ্যনীতি মোকাবিলার জন্য গতকাল সোমবার ব্রাজিলে একত্র হয়েছেন বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রীরা।
এই জোটে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাসহ ১০টি দেশ। ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে দুই দিনব্যাপী বৈঠকে অংশ নেবেন সদস্যদেশগুলোর মন্ত্রীরা।
আগামী জুলাইয়ে ব্রিকস সম্মেলনের আগে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকের আগে জোটে ব্রাজিলের প্রতিনিধি মাউরিসিও লিরিও বলেন, বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার গুরুত্ব নিয়ে একটি যৌথ ঘোষণাপত্রের ওপর আলোচনা করছেন সদস্যদেশের কূটনীতিকরেরা।
চলতি মাসের শুরুর দিকে বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। এতে বিশ্বজুড়ে বাণিজ্যে বড় অস্থিতিশীলতা দেখা দেয়। পরে ওই শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হলেও চীনের ওপর তা বাড়িয়ে ১৪৫ শতাংশ করা হয়েছে।
এমন সংকটের মধ্যে চলতি বছর বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি কমবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।