কারাগার থেকে পালাতে টুথব্রাশ

কারাগার থেকে পালাতে দেয়ালে করা হয় এই গর্ত
ছবি: এএফপি

কারাগারে বাকি সবকিছুই ঠিকঠাক। শুধু একটি দেয়ালে মস্ত এক গর্ত। সেখান থেকে পালিয়েছেন দুই অপরাধী। গর্তটি করেছেন তাঁরাই। তবে কীভাবে করেছেন, তা শুনলে অবাক হতেই হবে। পুলিশ বলছে, টুথব্রাশ ব্যবহার করে এ কাণ্ড ঘটিয়েছেন দুজন।

ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যায়, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নিউপোর্ট নিউজ শহরের একটি কারাগারে। পলাতক দুই বন্দীর নাম জন গারজা (৩৭) ও আরলে নেমো (৪৩)। তাঁদের মধ্যে জন গারজার অপরাধ, তিনি আদালতের অবমাননা করেছেন। আর আরলে নেমো কারাবন্দী ছিলেন ক্রেডিট কার্ড জালিয়াতিসহ নানা অপরাধের দায়ে।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, টুথব্রাশ ও ধাতব বস্তু ব্যবহার করে কারাগারের দেয়াল খোঁড়া শুরু করেন দুই বন্দী। শেষ পর্যন্ত সফল হন। পরে কারাগারের প্রাচীর টপকে বাইরে চলে যান তাঁরা। যে দেয়ালে গর্ত করা হয়েছে, সেখানে নির্মাণত্রুটি ছিল বলে দাবি করেছে পুলিশ।

কারাগার থেকে পালানোর সুখ বেশিক্ষণ সইতে পারেননি গারজা ও নেমো। পালানোর কয়েক ঘণ্টা বাদেই কাছের হ্যাম্পটন শহরের একটি কেকের দোকান থেকে আবার গ্রেপ্তার হন। তবে গ্রেপ্তারের সময় তাঁরা ওই দোকানের ভেতরে না বাইরে ছিলেন, তা জানা যায়নি।

এ নিয়ে পুলিশ কর্মকর্তা গেব মরগান বলেন, ‘যাঁরা গারজা ও নেমোকে কেকের দোকানে দেখেছিলেন এবং বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছিলেন, তাঁদের ধন্যবাদ। আমরা সব সময় বলে আসছি যে যখনই কিছু দেখবেন, তখনই জানিয়ে দেবেন।’

তবে কারাগারের দেয়ালে যে নির্মাণত্রুটির কথা পুলিশ বলেছে, সে বিষয়ে মুখ খোলেননি গেব মরগান। পুলিশের এই কর্মকর্তা শুধু এটুকু বলেছেন, ‘যে নির্মাণত্রুটির কথা বলা হচ্ছে, তা পুরো কারাগারে রয়েছে। সেগুলো যতক্ষণ না চিহ্নিত করে ঠিকঠাক করা হচ্ছে, ততক্ষণ নিরাপত্তার কারণে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব না।’