মেক্সিকোর পার্লামেন্টে উপস্থাপিত ‘এলিয়েন’ নিয়ে হইচই

মেক্সিকোর কংগ্রেসে উপস্থাপিত কথিত এলিয়েনের ‘দেহাবশেষ’
ছবি: রয়টার্স

মেক্সিকোর পার্লামেন্টে (কংগ্রেস) দুটি কথিত এলিয়েনের (ভিনগ্রহবাসী) দেহাবশেষ উপস্থাপন করা হয়েছে। এ নিয়ে দেশটির কংগ্রেসে শুনানি পর্যন্ত হয়েছে।

গত মঙ্গলবার মেক্সিকোর কংগ্রেসে বিরল এই শুনানি হয়। শুনানিতে মেক্সিকোর সাংবাদিক ও স্বঘোষিত-ইউএফও বিশেষজ্ঞ জেইমি মাউসান দেশটির কংগ্রেসে আইনপ্রণেতাদের সামনে দুটি ছোট ‘দেহাবশেষ’ উপস্থাপন করেন।

জেইমি উপস্থাপিত মমি করা এই দেহাবশেষের প্রত্যেক হাতে তিনটি করে আঙুল আছে। দেহাবশেষের মাথা লম্বাটে।

জেইমি তাঁর উপস্থাপনায় দাবি করেন, এলিয়েনের এই নমুনা দুটি পেরুর প্রাচীন নাজকা লাইনের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল। মেক্সিকোর ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটির গবেষকেরা কার্বন পরীক্ষার মাধ্যমে এই উপসংহারে পৌঁছেছেন যে এগুলো অন্তত এক হাজার বছরের পুরোনো।

জেইমি দাবি করেন, এগুলো পৃথিবীর কোনো প্রাণীর দেহাবশেষ নয়। এগুলো অ-মানবীয় প্রাণী (এলিয়েন)।

কথিত এলিয়েনের দেহাবশেষ নিয়ে মেক্সিকোর কংগ্রেসের শুনানির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জেইমি আগেও একই ধরনের বিতর্কিত দাবি করেছিলেন।

সমালোচকেরা জেইমির দাবিটিকে ‘চমকবাজি’ ও ‘ভুয়া’ হিসেবে বর্ণনা করেছেন।

এদিকে, অজ্ঞাত উড়ন্ত বস্তু (ইউএফও) নিয়ে গতকাল বৃহস্পতিবার একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। মার্কিন মহাকাশ সংস্থার পক্ষ থেকে বলা হয়, ইউএফও নিয়ে গবেষণার জন্য তারা একজন পরিচালক নিয়োগ করছে।

সংবাদ সম্মেলনে নাসার কর্মকর্তাদের কাছে মেক্সিকোর কংগ্রেসে উপস্থাপিত কথিত এলিয়েনের দেহাবশেষ নিয়ে শুনানির বিষয়ে প্রশ্ন করা হয়।

নাসার ইউএফও-সংক্রান্ত প্রতিবেদনটির চেয়ারম্যান ডেভিড স্পারগেল বলেন, তিনি কথিত নমুনার প্রকৃতি সম্পর্কে কিছুই জানেন না।

যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির জ্যোতির্পদার্থবিদ্যা বিভাগের সাবেক প্রধান স্পারগেল এই বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।

স্পারগেল বলেন, তিনি এমন কিছু এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেখেছেন। তবে এই নমুনার প্রকৃতি সম্পর্কে তাঁরা কিছু জানেন না।

মেক্সিকো সরকারের উদ্দেশে স্পারগেল বলেন, ‘আপনাদের কাছে যদি অদ্ভুত কিছু থেকে থাকে, তবে নমুনাগুলো বৈজ্ঞানিক সম্প্রদায়ের কাছে সহজলভ্য করুন।’