তেলের কাছে মানবাধিকারের হার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি সৌদি আরব সফরে গিয়ে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মুষ্টিবদ্ধ হাত মেলান
ছবি: রয়টার্স

‘মানবাধিকারের রক্ষক’—দীর্ঘদিন ধরে এ ভাবমূর্তি ধারণ করে আসছিলেন জো বাইডেন। কিন্তু একটি সফর, একটি ছবি তাঁর এই ভাবমূর্তিতে কালিমা লেপটে দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর করেন। এই সফরের অংশ হিসেবে তিনি সৌদি আরব যান। তেলসমৃদ্ধ দেশটিতে গিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মুষ্টিবদ্ধ হাত মেলান (ফিস্ট বাম্প) বাইডেন।

জেদ্দার একটি প্রাসাদের বাইরে সৌদি যুবরাজের সঙ্গে বাইডেনের এই ‘ফিস্ট বাম্প’ মানবাধিকারের পক্ষের মার্কিনসহ বিশ্ববাসীকে হতবাক করে দেয়।

মোহাম্মদ বিন সালমান ২০১৫ সালে সৌদির যুবরাজ হন। শুরুতে তিনি নানা সাহসী রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংস্কারমূলক উদ্যোগ নেন। তাঁর এসব পদক্ষেপ সাড়া ফেলে।

তবে অচিরেই মোহাম্মদ বিন সালমানের ‘আসল চেহারা’ বেরিয়ে আসে। তিনি ইয়েমেনে হামলা চালান। এ হামলায় হাজারো মানুষ প্রাণ হারিয়েছে। দেশটি এখন বিশ্বের সবচেয়ে বাজে মানবসৃষ্ট মানবিক সংকটে।

মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে নিজ দেশে নারী অধিকারকর্মী, মানবাধিকারকর্মী, রাজনৈতিক প্রতিপক্ষ, সমালোচকদের নৃশংসভাবে দমন-পীড়নসহ গুরুতর সব অভিযোগ রয়েছে। তিনি সবচেয়ে কুখ্যাতি অর্জন করেন সৌদির নির্বাসিত সাংবাদিক জামাল খাসোগি হত্যার ঘটনায়।

সৌদির যুবরাজের কট্টর সমালোচক ছিলেন খাসোগি। তাঁকে ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নির্মমভাবে হত্যা করা হয়। এ হত্যার ‘নির্দেশদাতা’ হিসেবে মোহাম্মদ বিন সালমানের নাম উঠে আসে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকালে বাইডেন সৌদির মানবাধিকার পরিস্থিতি নিয়ে বেশ সরব ছিলেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি সাংবাদিক খাসোগি হত্যার ঘটনায় জবাবদিহি নিশ্চিত করবেন বলে ঘোষণা দিয়েছিলেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সৌদি যুবরাজের সঙ্গে সরাসরি কথা বলতে অস্বীকৃতি জানান বাইডেন। তিনি জোর গলায় ঘোষণা দেন, তাঁর সরকারের পররাষ্ট্রনীতির কেন্দ্রে থাকবে মানবাধিকার।

বাইডেন ক্ষমতায় বসার কয়েক মাসের মধ্যে খাসোগি হত্যা নিয়ে বহুল আলোচিত গোপন মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনে এই উপসংহার টানা হয় যে খাসোগিকে হত্যার অভিযানে অনুমোদন দিয়েছিলেন সৌদি যুবরাজ।

গত বছর যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে বিশ্বমঞ্চে ওয়াশিংটনের ভূমিকা সম্পর্কে বাইডেন বলেছিলেন, ‘আমরা বিশ্বের কাছে একটি বাতিঘর।’

এমনকি সৌদি সফরের চার সপ্তাহ আগেও বাইডেন বলেছিলেন, তিনি দেশটিতে গিয়ে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন না। অথচ বাইডেনের সৌদি সফরে দেখা গেল উল্টো চিত্র।

সৌদি কর্তৃপক্ষ জানত, বাইডেনের এ সফরের দিকে সারা বিশ্বের নজর রয়েছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বাইডেন ‘ফিস্ট বাম্প’ করলে সেই ছবি প্রথম প্রকাশ করে সৌদির সরকারি সংবাদমাধ্যমগুলো। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

বিবিসির আনা ফস্টার তাঁর বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উল্লেখ করেন, এই একটি ছবিই বাইডেনের সৌদি সফরকে সংজ্ঞায়িত করে।

ছবিটি মানবাধিকারের পক্ষের লোকজনের জন্য ছিল মারাত্মক এক ধাক্কা। তাঁরা বাইডেনের তীব্র সমালোচনা করেন।

খাসোগি দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ছিলেন। তাঁর হত্যার ‘নির্দেশদাতার’ সঙ্গে বাইডেনের ফিস্ট বাম্পের প্রতিক্রিয়ায় একটি বিবৃতি দেন পত্রিকাটির সিইও ফ্রেড রায়ান। তিনি বলেন, এই ফিস্ট বাম্প ছিল হ্যান্ডশেকের চেয়েও খারাপ। এটা লজ্জাজনক।

খাসোগি হত্যার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে অভূতপূর্ব চাপের মধ্যে পড়েন সৌদি যুবরাজ। এই চাপ থেকে বেরিয়ে আসতে তিনি মরিয়া ছিলেন। বাইডেনের ‘ফিস্ট বাম্প’ তাঁকে নিঃসন্দেহ স্বস্তি দিয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক কেনেথ রথ টুইটারে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এই দৃশ্য (ফিস্ট বাম্প) দেখে বিশ্বের স্বৈরাচারীরা হাসছে।

মানবাধিকারের প্রতি বাইডেনের যে সমর্থন, তা সামান্য তেলের জন্য বিক্রি হতে পারে বলে মন্তব্য করেন কেনেথ রথ।

একই মত দ্য গার্ডিয়ানের সাংবাদিক বেথান ম্যাককার্নানের। তিনি লিখেছেন, বাইডেন তাঁর মধ্যপ্রাচ্যে সফরে আপস করতে বাধ্য হয়েছেন। তেলের কাছে হেরে গেছে মানবাধিকার।

বাইডেন অবশ্য দাবি করেন, সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকে তিনি খাসোগি হত্যার বিষয়টি উত্থাপন করেছিলেন। এ ঘটনায় মোহাম্মদ বিন সালমানের ভূমিকা সম্পর্কে তিনি তাঁর অবস্থান তুলে ধরেছেন।

বৈঠকে সৌদি যুবরাজও বাইডেনের সামনে পাল্টা প্রশ্ন তোলেন বলে খবর বের হয়। তিনি ফিলিস্তিনি-আমেরিকান সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যার তদন্ত না করা, ইরাকের আবু গারিব কারাগারে বন্দী নিপীড়ন অনুমোদনের জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করেন। ওয়াশিংটনের বিরুদ্ধে কপটতার অভিযোগ করেন।

বাইডেনের সৌদি সফরকে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জন্য একটা বড় বিজয় মনে করেন সৌদির রাজনৈতিক বিশ্লেষক আলি শিহাবি।

অন্যদিকে ভূ-কৌশলবিদ-কলামিস্ট ব্রহ্ম চেলানি তাঁর ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, বাইডেন নৈতিকতার বিষয়ে বিশ্বকে জ্ঞান দিয়ে বেড়ান। কিন্তু বাইডেনের সৌদি সফর তাঁর কথিত নৈতিকতার দীক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেন তিনি।

তথ্যসূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান, দ্য ওয়াশিংটন পোস্ট, এএফপি