ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের প্রতিবাদে দেশটির এক কর্মকর্তার পদত্যাগ

জশ পল, লিংকড ইন থেকে সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকা অবরুদ্ধ করে সেখানে বোমা হামলা চালাতে থাকা ইসরায়েলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। এর প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা। জশ পল নামের ওই কর্মকর্তা মার্কিন পররাষ্ট্র দপ্তরের বহির্বিশ্বে দেশটির অস্ত্র হস্তান্তর দেখভালের দায়িত্বে থাকা ব্যুরোতে কর্মরত ছিলেন।

পদত্যাগপত্রে জশ পল লিখেছেন, ‘এক পক্ষের প্রতি অন্ধ সমর্থন থেকে বাইডেন প্রশাসন (মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন) এমন সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত অদূরদর্শী, ধ্বংসাত্মক ও অন্যায্য। আমরা প্রকাশ্যভাবে যে ধরনের মূল্যবোধের প্রতি সমর্থন দিই, এটা তার সঙ্গে সাংঘর্ষিক।’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্সে কংগ্রেসনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স–বিষয়ক পরিচালক হিসেবে ১১ বছরের বেশি সময় কাজ করেছেন জশ পল। তিনি আরও লিখেছেন, ইসরায়েল যে পদক্ষেপ নিচ্ছে এবং তাদের পদক্ষেপ ও দখলদারির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের অনেক ভুগতে হবে। তাঁর আশঙ্কা, আগের দশকগুলোতে যুক্তরাষ্ট্র যেসব ভুল করেছিল, সে একই ধরনের ভুলের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। তিনি আর এর অংশ হতে রাজি নন।

ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। জবাবে সেদিন থেকেই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এর মধ্যেই গতকাল বুধবার তেল আবিব সফর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে পৌঁছেই হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থনের কথা জানান তিনি।

আরও পড়ুন