শখের গ্রন্থাগারে ৩২ হাজার বই
ছিমছাম গোছানো ঘর। ঝকঝকে মেঝে। চারপাশের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে বই রাখার বেশ কিছু তাক। প্রতিটি তাকে বইগুলো গুছিয়ে রাখা। ইতিহাস, বিজ্ঞান, দর্শন, সাহিত্য—সব ধরনের বই আছে সেখানে। আছে পছন্দমতো বই পড়ার ব্যবস্থা। এমনই একটি গ্রন্থাগার গড়ে তুলেছেন বইপ্রেমী এক মার্কিন দম্পতি।
বই পড়তে ও সংগ্রহে রাখতে যাঁরা ভালোবাসেন, তাঁদের কাছে এমন একটি গ্রন্থাগার স্বপ্নের মতো। অনেকের ইচ্ছা থাকলেও ব্যক্তি উদ্যোগে এমন গ্রন্থাগার করতে পারেন না। তবে মার্কিন ওই দম্পতির সে স্বপ্ন পূরণ হয়েছে। শখের বসে ওই দম্পতি তাঁদের বাড়িতে পাঠাগার নয়, যেন বইয়ের একটি সংগ্রহশালা গড়ে তুলেছেন।
লেখক ও প্রত্নতত্ত্ববিদ ক্যাথলিন ও’নিল ও তাঁর স্বামী মিলে বাড়িতেই এই গ্রন্থাগার করেছেন। ক্যাথলিন ২৬ জানুয়ারি তাঁদের গ্রন্থাগারের দুটি ছবি টুইটারে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘আমাদের ব্যক্তিগত গ্রন্থাগারে এখন মোট বই আছে প্রায় ৩২ হাজার। আমার ধারণা, অন্য অনেকে হয়তো বাড়ি ও গাড়ি কিনছেন।’
ক্যাথলিনের সেই পোস্ট টুইটারে বেশ সাড়া ফেলেছে। গত কয়েক দিনে ৩৭ লাখের বেশি মানুষ পোস্টটি দেখেছেন। প্রতিক্রিয়া এসেছে অর্ধ লক্ষাধিক। বহু মানুষ তাতে মন্তব্য করেছেন। কেউ কেউ ব্যক্তিগত এ গ্রন্থাগার দেখে বিস্ময় প্রকাশ করেন। ব্যক্তি উদ্যোগে গ্রন্থাগারটি করার জন্য সে দম্পতির প্রশংসাও করছেন অনেকে।
ক্যাথরিনের টুইটার পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘এই গ্রন্থাগার দেখে আমি একই সঙ্গে গর্বিত এবং অভিভূত।’ আরেকজন সেখানে লিখেছেন, ‘ক্যাথরিনদের গ্রন্থাগার দেখে আমি এ মুহূর্তে ঈর্ষান্বিত।’ ব্যক্তি উদ্যোগের এ গ্রন্থাগার দেখে অভিভূত আরেকজনের মন্তব্য, ‘দারুণ এক ব্যক্তিগত গ্রন্থাগার এটি।’