৯০ বছর বয়সেও ট্রাক চালিয়ে যাচ্ছেন তিনি

ট্রাকের কাছে চালক আর্চার ডয়লে
ছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

আর্চার ডয়লে নামের এই ট্রাকচালকের শব্দকোষে ‘অবসর’ বলে কোনো শব্দ নেই। তাই ৯০ বছর বয়সেও তিনি দিব্যি ট্রাক চালিয়ে যাচ্ছেন। আর এই কাজ করে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের ‘সবচেয়ে বয়স্ক’ ট্রাকচালকের খেতাব পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের নাগরিক আর্চার কানসাস অঙ্গরাজ্যভিত্তিক ফিলিপসবার্গের ক্রুমস ইনক কোম্পানিতে প্রায় ২০ বছর ধরে চাকরি করছেন। তিনি প্রায় ৬০ বছর ধরে ট্রাকচালকের পেশায় আছেন। এ সময়ে তিনি প্রায় ৫৫ লাখ মাইল পথ গাড়ি চালিয়েছেন।

আর্চার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, ‘শিগগিরই আমার অবসরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। যত দিন আমার শরীর-স্বাস্থ্য ভালো থাকবে, তত দিন আমি ট্রাক চালিয়ে যাব। আমার শব্দকোষে অবসর বলে কোনো শব্দ নেই।’

আর্চার বলছিলেন, ‘ট্রাকচালকের এই জীবনে আমি যুক্তরাষ্ট্রের আনাচকানাচে গিয়েছি। আমি নানা ধরনের কার্গো চালিয়েছি।’

সবচেয়ে বেশি বয়সী এই ট্রাকচালক বলেন, এই পেশা তাঁকে অনেক কিছু দেখার, অনেক জায়গা ভ্রমণের সুযোগ করে দিয়েছে। তিনি বিশ্বের নানা প্রান্তে অসংখ্য মানুষের সাক্ষাৎ পেয়েছেন।

আর্চার যুক্তরাষ্ট্রের ৪৮টি অঙ্গরাজ্য এবং কানাডার পাঁচটি প্রদেশেই গাড়ি চালিয়েছেন।

এই প্রবীণতম ট্রাকচালক বলেন, ‘আমি গাড়ি চালানোর সময় বিশাল এই দেশের যেসব দৃশ্য খুব উপভোগ করি, সেগুলোর মধ্যে রয়েছে পাহাড়ি দৃশ্য, মনোরম তৃণভূমি আর গাছগাছালির বনাঞ্চল।’

আর্চারের ট্রাকচালনার ইতিহাস ঘাঁটলে দেখা যায়, তাঁর হাতে গাড়ি বেশ নিরাপদ। যেকোনো ধরনের গাড়ি চালাতে তিনি পারদর্শী।

আর্চার নিজেই বলছিলেন, ‘ট্রাকে আপনি যা-ই বোঝাই করুন, আমি চালিয়ে যেতে পারব।’

আসলেই তা-ই। আর্চার গবাদিপশু থেকে টিনজাত পণ্য এবং আসবাবপত্র থেকে জ্বালানি তেল—সবই পরিবহন করেছেন।

আর্চার সম্প্রতি তাঁর ৯০তম জন্মদিন উদ্‌যাপন করেছেন। গত ২ ফেব্রুয়ারি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস যাচাই করে দেখেছে, ওই সময় তাঁর বয়স হয়েছিল ৯০ বছর ৫৫ দিন।

আর্চার তাঁর স্কুলজীবনের বান্ধবী লয়েসকে বিয়ে করেছেন। তাঁরা ৭০ বছর ধরে একসঙ্গে আছেন। তাঁদের ৯ সন্তান রয়েছে। রয়েছে ২৫ জন নাতি–নাতনি এবং তাঁদের আরও ২৬ সন্তান।