শিগগিরই নতুন প্রতিবেদন প্রকাশ করবে সেই হিনডেনবার্গ

যুক্তরাষ্ট্রের শর্টসেলার প্রতিষ্ঠান হিনডেনবার্গ আরেকটি প্রতিষ্ঠানকে নিয়ে শিগগিরই নতুন প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে। মার্কিন এই গবেষণাপ্রতিষ্ঠানটি গতকাল বুধবার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানায়নি তারা।

সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গৌতম আদানির ব্যবসাপ্রতিষ্ঠানের অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আলোচনায় আসে নেট অ্যান্ডারসন পরিচালিত গবেষণাপ্রতিষ্ঠান হিনডেনবার্গ। চলতি বছরের ২৪ জানুয়ারি আদানি গ্রুপের শেয়ারবাজারের অনিয়ম প্রতিবেদন প্রকাশের পর তাঁর ব্যক্তিগত সম্পদমূল্য প্রায় ১৫ হাজার কোটি মার্কিন ডলার কমে যায়।

আবাসন ও রিয়েলিটি ফার্ম এমথ্রিএম এবং গবেষণা ও বিলাসবহুল প্রকাশনা গোষ্ঠী হুরুন ইন্ডিয়ার যৌথভাবে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে হিনডেনবার্গ প্রতিবেদন প্রকাশের পর এ পর্যন্ত ৩৫ শতাংশ বা ২ হাজার ৮০০ কোটি ডলারের সম্পদ হারিয়েছে আদানি গ্রুপ। হিনডেনবার্গ প্রতিবেদন প্রকাশের পর থেকেই ক্ষতবিক্ষত হচ্ছেন আদানি। বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনীর অবস্থান থেকে নেমে ঠেকেছেন ২৩তম অবস্থানে।

নিউইয়র্কভিত্তিক হিনডেনবার্গের টুইটে কবে নাগাদ, কোন প্রতিষ্ঠানকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হবে, তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই প্রতিবেদনের উদ্দেশ্য কী, তা–ও টুইট বার্তায় বলা হয়নি।