চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করা ‘অত্যন্ত কঠিন’: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংফাইল ছবি: এএফপি

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বাণিজ্য চুক্তি করা ‘অত্যন্ত কঠিন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি এমন মন্তব্য করেন।

তবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে তাদের নিজস্ব বাণিজ্য আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। এমন সময় এই দুই ঘোষণা এল, যখন বিশ্বব্যাপী ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক দ্বিগুণ করেছে ট্রাম্প প্রশাসন।

ট্রাম্প এমন সময় এই বাণিজ্যিক পদক্ষেপ নিয়েছেন, যখন অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) সদস্যদেশগুলোর মন্ত্রীরা দুই দিনব্যাপী সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার প্যারিসে জড়ো হয়েছেন। সেখানে যুক্তরাষ্ট্রের আগ্রাসী বাণিজ্যনীতির কারণে বিশ্ব বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, সে প্রেক্ষাপটে বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে তাঁদের আলোচনা করার কথা।

মিত্র ও প্রতিপক্ষ উভয়ের ওপর ব্যাপক হারে শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন বাণিজ্য অংশীদারদের সঙ্গে টানাপোড়েন তৈরি করেছে। এ শুল্ক এড়ানোর জন্য নানা পর্যায়ে আলোচনা ও দেনদরবার চলছে।

চলতি সপ্তাহে ট্রাম্প ও সি’র মধ্যে ফোনালাপ হতে পারে বলে জানিয়েছিল হোয়াইট হাউস। তাঁদের আলাপ বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে বলে আশা করা হচ্ছিল।

কিন্তু বুধবার সকালে ট্রাম্প দ্রুত একটি চুক্তির আশা দৃশ্যত ম্লান করে দিয়েছেন বলেই মনে হচ্ছে। নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, ‘আমি চীনের প্রেসিডেন্ট সি-কে পছন্দ করি, সব সময় করেছি, ভবিষ্যতেও করব। কিন্তু তিনি অত্যন্ত কঠিন মানুষ। তাঁর সঙ্গে চুক্তি করা সত্যিই খুব কঠিন!’

ট্রাম্পের এমন মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে চীনের নীতিগত অবস্থান অপরিবর্তিত রয়েছে।’

এপ্রিলে ট্রাম্পের শুল্কারোপের মূল নিশানা ছিল চীন। দেশটির পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি। জবাবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক ঘোষণা করে চীন।

মে মাসে দুপক্ষই সাময়িকভাবে উত্তেজনা কমাতে রাজি হয়। এর আগে ৯ জুলাই পর্যন্ত অন্যান্য দেশের ওপর ব্যাপক হারে আরোপ করা শুল্ক স্থগিত করে ওয়াশিংটন।

অ্যালুমিনিয়াম ও ইস্পাতের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার কয়েক ঘণ্টা পর ট্রুথ সোশ্যালে এসব কথা বলেন ট্রাম্প। নতুন এই কর আরোপের ফলে বিভিন্ন দেশের সঙ্গে টানাপোড়েন বেড়েছে। তবে যুক্তরাজ্যকে এই অতিরিক্ত শুল্ক থেকে ছাড় দেওয়া হয়েছে।