প্রাথমিক বাছাইয়ে আরও দুই ককাসে ট্রাম্পের জয়

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: এএফপি

রিপাবলিকান দলের প্রাথমিক বাছাইয়ে এবার নেভাদা ও ভার্জিন আইল্যান্ড ককাসে জয় পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুই ককাসে জয়ের ফলে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তাঁর লড়াইয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হলো। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ভার্জিন আইল্যান্ড ককাসে সহজ জয় পান ট্রাম্প। দলের মোট ২৪৬ ভোটের মধ্যে ট্রাম্প ১৮২ ভোট বা ৭৪ শতাংশ ভোট পান। দলীয় প্রাথমিক বাছাইয়ে এখন তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি পেয়েছেন ৬৪ ভোট বা ২৬ শতাংশ।

এর আগে গত মঙ্গলবার নেভাদা ককাসের ভোটের ব্যালটে ট্রাম্প ছিলেন না। সেখানেও তাঁর প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি সুবিধা করতে পারেননি। সেখানে নিকি হ্যালি পেয়েছেন ৩০ শতাংশ ভোট। অন্যদিকে ‘এসব প্রার্থীর কেউই নন’ বিকল্পে ভোট পড়েছে ৬৩ শতাংশ। ধরে নেওয়া হচ্ছে, এই ‘এসব প্রার্থীর কেউই নন’ বিকল্পে পড়া ভোট ট্রাম্পের পক্ষেই গেছে।

গতকাল বৃহস্পতিবার ট্রাম্প মূলত সুপ্রিম কোর্টে তাঁর করা আপিলের দিকেই বেশি নজর রেখেছেন। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে দাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে কলোরাডো রাজ্যের ব্যালট থেকে তাঁকে সরিয়ে দেওয়ার বিষয়ে ওই রাজ্যের আদালত একটি রায় দিয়েছেন। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন ট্রাম্প।

সুপ্রিম কোর্টের বিচারপতিরা কলোরাডো রাজ্যের পদক্ষেপ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। রাজ্যের আদালতের এ ধরনের নজির দেখে তাঁরা উদ্বিগ্নও।

ফ্লোরিডা থেকে নেভাদার উদ্দেশে রওনা দেওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের কলোরাডোর মামলাকে নির্বাচন নিয়ে ডেমোক্র্যাটদের হস্তক্ষেপ বলে উল্লেখ করেছেন।

নেভাদায় জয়ের পর ট্রাম্প লাস ভেগাসে সমর্থকদের সামনে হাজির হন। তিনি বলেন, ‘আমি নেভাদার মানুষকে ধন্যবাদ জানাতে চাই।’

ট্রাম্প এই দুই ককাসে জয়ের আগে আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে জয়ী হন। এ পর্যন্ত অনুষ্ঠিত চারটি রাজ্যের সব কটিতে তিনি জয় পেলেন।