যুক্তরাষ্ট্রে গুলি, ওয়ালমার্টের বিরুদ্ধে ৫ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা

ওয়ালমার্ট

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে দেশটির বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের একটি স্টোরে বন্দুক হামলা হয়েছে। স্টোরের ব্যবস্থাপকের চালানো ওই হামলায় ছয়জন নিহত হন। বন্দুক হামলায় বেঁচে যাওয়া এক নারী ওয়ালমার্টের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ওয়ালমার্টের কাছে পাঁচ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন ওই নারী।

ওই নারীর নাম ডোনিয়া প্রিইলু। তিনি ওয়ালমার্টের একজন কর্মী। ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেসাপেক শহরে ওয়ালমার্টের একটি স্টোরে গত ২২ নভেম্বর ছয়জনকে গুলি করে হত্যা করেন স্টোরের ব্যবস্থাপক। এ ঘটনায় বেঁচে যাওয়া দোনা ডোনিয়া প্রিইলু গত মঙ্গলবার ক্ষতিপূরণ দাবি করে আদালতে মামলা করেছেন।

হামলার পরে ডোনিয়া ভয় ও আতঙ্কের মধ্যে আছেন। চোখের সামনে এমন ভয়ানক ঘটনা দেখে শারীরিক ও মানসিকভাবে তিনি ভেঙে পড়েছেন। অভিযোগের সঙ্গে প্রমাণ হিসেবে ব্যবস্থাপক আন্দ্রে বিংয়ের অসংগতিপূর্ণ ও সন্দেহজনক আচরণের একটি তালিকাও তিনি আদালতে দিয়েছেন।

ডোনিয়া প্রিইলুর দাবি, তিনি ব্যবস্থাপক বিংয়ের বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ দিয়েছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগে বলা হয়েছে, ডোনিয়া প্রিইলু অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। তিনি নিজের অন্য সহকর্মীদের করুণ পরিণতি দেখেছেন।