মঙ্গল গ্রহের রহস্যময় গর্তে হতে পারে নভোচারীদের আশ্রয়স্থল

মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠে থাকা গর্তছবি : স্পেস ডটকমের সৌজন্যে

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান ন্যাশনাল অ্যারোনাটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) গবেষকেরা মঙ্গল গ্রহে একটি রহস্যময় গর্তের ছবি ধারণ করেছেন। প্রাচীন একটি আগ্নেয়গিরির কাছের গর্তটির আকার কয়েক মিটার। মহাকাশের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট স্পেস ডটকমের তথ্য অনুযায়ী, বিজ্ঞানীরা ২০২২ সালের ১৫ আগস্ট এ গর্তের সন্ধান পান।

স্পেস ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, রহস্যময় গর্তটি বর্তমানে বিলুপ্ত আর্সিয়া মনস আগ্নেয়গিরির পাশে অবস্থিত। নাসার নভোযান মার্স রিকোনাইসেন্স অরবিটারে (এমআরও) থাকা হাই রেজল্যুশন ইমেজিং সায়েন্স এক্সপেরিমেন্ট (হাইরাইজ) ক্যামেরা ব্যবহার করে গর্তটি শনাক্ত করা হয়।

স্পেস ডটকমের প্রতিবেদন অনুযায়ী, খাড়া গর্তটিকে ভবিষ্যতে কাজে লাগানোর পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা। ভবিষ্যতে মঙ্গল অভিযানে গেলে নভোচারীদের আশ্রয়স্থল হতে পারে গর্তটি। এর কারণ হিসেবে বলা হচ্ছে, পৃথিবীর চেয়ে মঙ্গল গ্রহে তেজস্ক্রিয় বিকিরণ ৪০ থেকে ৫০ শতাংশ বেশি। এতে ওই গর্তে আশ্রয় নিয়ে বিকিরণ থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে।