চন্দ্রাভিযানে নাসার রকেটের সফল উৎক্ষেপণ

চাঁদের উদ্দেশে ছুটে চলেছে চন্দ্র অভিযানে ব্যবহৃত যাত্রীবিহীন রকেট আর্টেমিস ১। প্রায় ২৬ দিনের এ মিশনে চাঁদের দূর প্রান্ত পর্যবেক্ষণ করা হবে। গতকাল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে।
ছবি : এএফপি

দুবার ব্যর্থ হওয়ার পর অবশেষে চাঁদের উদ্দেশে যুক্তরাষ্ট্রর মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) সফলভাবে আর্টেমিস–১ নামের রকেট উৎক্ষেপণ করেছে। এটি যাত্রীবিহীন অভিযান। এর মূল লক্ষ্য, চাঁদের মাটিতে নামার সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করা। চাঁদে সর্বশেষ অভিযানের ৫০ বছর পর আবার সেখানে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে নাসা। বুধবার সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে আর্টেমিস–১ রকেটটি উৎক্ষেপণ করা হয়। বিজ্ঞানীরা বলছেন, এ রকেট উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশ যাত্রার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো।

ভারতের এনডিটিভি জানায়, রকেটের ইতিহাসে নাসার আর্টেমিস–১–এর মতো শক্তিশালী রকেট আর তৈরি হয়নি। তবে এ রকেটটি উৎক্ষেপণে বেশ কিছু কারিগরি জটিলতার মুখে পড়তে হয়েছিল নাসাকে। তবে সব বাধা দূর করে গতকাল নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে গেছে আর্টেমিস–১ মিশনের পাঠানো ‘ওরিয়ন’ নামের একটি ক্যাপসুল। বিজ্ঞানীরা বলছেন, রকেটটি যতদূর পর্যন্ত গেছে, তা নভোচারী বহনে সক্ষম কোনো নভোযানের জন্য রেকর্ড। এটি পৃথিবী থেকে ২ লাখ ৮০ হাজার মাইল পথ পাড়ি দিয়ে চাঁদকে ছাড়িয়ে গেছে। প্রায় ছয় সপ্তাহের এ মিশনটিতে চাঁদ পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করবে ওরিয়ন।

নেচার ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়, আর্টেমিস–১ মিশনে ওরিয়ন নামের যাত্রীবিহীন যে ক্যাপসুল পাঠানো হয়েছে, তা নির্দিষ্ট কক্ষপথে থেকে চাঁদকে অতিক্রম করবে। ভবিষ্যতে এই রকেট ও ক্যাপসুল বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষার পাশাপাশি নভোচারীদের মহাকাশে নিতে পারবে কি না, তা পর্যবেক্ষণ করা হবে।

ওয়াশিংটনে নাসার প্রধান কার্যালয়ে আর্টেমিস–১ মিশনের ব্যবস্থাপক মাইক সারাফিন বলেন, ‘এটি এমন একটি মিশন যা সত্যিকার অর্থে আগে যা করা হয়নি ও জানা যায়নি তা শিখতে সাহায্য করবে।’

১৯৭২ সালের ডিসেম্বরের পর থেকে মানুষকে চাঁদে নিয়ে যাওয়ার লক্ষ্যে যেসব জটিল মিশন ভাবা হয়েছে, তার মধ্যে আর্টেমিস-১ ছিল অন্যতম। এখন প্রথম মিশন সফল হওয়ার গবেষকেরা দ্বিতীয় মিশন নিয়ে ভাবতে শুরু করেছেন। এভাবে ধাপে ধাপে চাঁদে আবার মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে নাসা। আর্টেমিস মিশনের মাধ্যমে প্রথম ধাপ সম্পন্ন হলো।

এর আগে পরপর দুবারের চেষ্টাতেও রকেটটি উৎক্ষেপণ করতে পারেনি নাসা। প্রথমবারের উৎক্ষেপণ ভেস্তে গিয়েছিল কারিগারি জটিলতায়। শেষবার ঘূর্ণিঝড় ইয়ানের ভয়ে আর্টেমিস–১ উৎক্ষেপণ বাতিল করা হয়।