ডেটে গিয়ে প্রথমে যে প্রশ্ন করেছিলেন ইলন মাস্ক

টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক
রয়টার্স

টুইটারের মালিকানা কেনার পর থেকে ইলন মাস্ক নানা কারণে সংবাদের শিরোনাম হচ্ছেন। টুইটারের দায়িত্ব নিয়েই ব্যাপক হারে করেছেন কর্মী ছাঁটাই। চালু করছেন টুইটারে আজব সব নিয়মনীতি। এবার একটি সাক্ষাৎকারের ভিডিওর কারণে ভাইরাল হয়েছেন তিনি। নেটিজেনরা নানা আলোচনা করছেন সেই ভিডিও নিয়ে। ভিডিওতে কলেজজীবনে ডেটে যাওয়ার কথা বলেছেন তিনি। ওই নারীকে প্রথম কী প্রশ্ন করেছিলেন, জানিয়েছেন সে কথাও।

মার্কিন গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক কলেজজীবনে এক নারীর প্রেমে পড়েছিলেন। তিনি সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে প্রথম ডেটের কথা ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন। ডেটে গিয়ে তাঁর সেই সঙ্গীকে প্রথম কী প্রশ্ন করেছিলেন, জানিয়েছেন তা–ও।

আরও পড়ুন

ইলন মাস্ক জানিয়েছেন, ডেটে গিয়ে তিনি সঙ্গীকে প্রথম প্রশ্ন করে বসেন, ‘আপনি কখনো ইলেকট্রিক গাড়ির কথা ভেবেছেন?’ ডেটে শুধু বৈদ্যুতিক গাড়ি নিয়েই কথা বলেছিলেন। তবে ওই ডেটের পর সঙ্গীর সঙ্গে সম্পর্ক আর এগোয়নি। এমন প্রশ্নের দুজনের মধ্যকার কথোপকথন কিছু বিরক্তিকরই ছিল। কলেজের সময় প্রেমের ডেটে গিয়ে অনেকেরই নানা অভিজ্ঞতা হয়। তবে ইলন মাস্ক যে এমন আজব প্রশ্ন করতে পারেন, তা হয়তো অনেকেই ভাবেননি। মাস্কের এ সাক্ষাৎকারের ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। সাক্ষাৎকারে ইলন মাস্ক ডেট করা প্রশ্নের উত্তর যখন দিচ্ছিলেন, তখন আশপাশে উপস্থিত থাকা দর্শকেরা হাসিতে ফেটে পড়েন।