সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখন কী করছেন
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের মেধাভিত্তিক একটি সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তিকে তাঁর প্রেসিডেন্ট-পরবর্তী কর্মজীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে জো বাইডেনের সঙ্গে ক্রিয়েটিভ আর্টিস্ট এজেন্সির (সিএএ) সঙ্গে পুনর্মিলন ঘটতে যাচ্ছে। এর আগে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত সংস্থাটি তাঁর প্রতিনিধিত্ব করেছে।
সিএএর কো-চেয়ার রিচার্ড লোভেট এক বিবৃতিতে বলেন, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে জো বাইডেন যুক্তরাষ্ট্রের অন্যতম সম্মানিত ও প্রভাবশালী কণ্ঠস্বর। তিনি আরও বলেন, ‘জনসেবার প্রতি তাঁর আজীবনের অঙ্গীকার ঐক্য, আশাবাদ, মর্যাদা ও সম্ভাবনার প্রতীক। তাঁর সঙ্গে আবারও অংশীদারত্ব করতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি।’
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গেও সিএএর সম্পর্ক রয়েছে।
৮২ বছর বয়সী বাইডেন পাঁচ দশক ধরে জনসেবামূলক কর্মজীবন শেষে তাঁর পরবর্তী পরিকল্পনা নিয়ে অনেকটাই নীরব ছিলেন। তবে জানুয়ারিতে হোয়াইট হাউস ত্যাগ করার সময় তিনি সমর্থকদের আশ্বস্ত করে বলেছিলেন, ‘আমরা পদ ছেড়ে যাচ্ছি, লড়াই ছেড়ে যাচ্ছি না।’
জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেওয়ার পর দুই সপ্তাহ কেটে গেছে। এখনো পর্যন্ত তাঁর কোনো নতুন বই বা প্রকল্পের কাজ চলছে কি না, তা নিয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি।
মাত্র দুই সপ্তাহ আগে যেদিন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন, সেদিন বাইডেন তাঁর কর্মীদের আন্তরিকভাবে বিদায় জানিয়েছিলেন।
বাইডেন তাঁর পূর্ববর্তী কর্মজীবনের সময়ও মেধাভিত্তিক সংস্থাটির সঙ্গে চুক্তি করেছিলেন। চুক্তির অধীন ২০১৭ সালে তাঁর স্মৃতিকথা ‘প্রমিজ মি. ড্যাড: আ ইয়ার অব হোপ, হার্ডশিপ অ্যান্ড পারপাস’ প্রকাশিত হয়।
বইটিতে জ্যেষ্ঠ সন্তান বিউয়ের মৃত্যু সম্পর্কে বর্ণনা করেছেন জো বাইডেন। নিউইয়র্ক টাইমসের সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের তালিকায় শীর্ষ উঠে আসে এটি। বইটি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের বিজয়ী হওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অপেক্ষাকৃত নীরব থাকা সত্ত্বেও সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তাঁর ডেলাওয়ারের বাড়ির আশপাশে দেখা গেছে। তিনি তাঁর সাবেক সহকারী ও সহযোগীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। সম্প্রতি তাঁর নাতনি নাওমির ছেলে হয়েছে। এর মধ্য দিয়ে তিনি প্রপিতামহ হয়েছেন।
সিএএ সাধারণত বড় বড় চলচ্চিত্র তারকা ও শীর্ষস্থানীয় সেলিব্রিটিদের সঙ্গে অংশীদারত্ব করে। তবে সংস্থাটির রাজনীতিবিদ ও সামাজিক প্রচারণা গোষ্ঠীগুলোর সঙ্গে কাজ করাও নতুন কিছু নয়।