ট্রাম্পের প্রস্তাবে ব্যয় বাড়াবে না মিত্ররা
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যদের প্রতিরক্ষা ব্যয় ব্যাপকভাবে বাড়াতে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দিয়েছেন। তবে এতে সায় দিচ্ছে না সদস্যদেশগুলো। অবশ্য ব্যয়ের বর্তমান যে লক্ষ্যমাত্রা, তা থেকে বাড়ানোর বিষয়ে এসব দেশ একমত হতে পারে।
সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশ্লেষকেরা এমনটা মনে করছেন। গত মঙ্গলবার ট্রাম্প বলেন, এই সামরিক জোটের সদস্যদের প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে দেশগুলোর জিডিপির (মোট দেশজ উৎপাদন) ৫ শতাংশ করা উচিত। বর্তমানে ন্যাটো সদস্যদের জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রসহ কোনো সদস্যদেশই এখন পর্যন্ত এই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি।
ন্যাটো সদস্যদেশগুলোর কর্মকর্তারা বলেন, ব্যয় বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে তাঁরা একমত। তবে সেটি জিডিপির ৫ শতাংশ হবে না। এটা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকেরা।