বিয়ে করলেন শেরিল স্যান্ডবার্গ
মেটার সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গ বিয়ে করেছেন। মার্কিন ব্যবসায়ী টম বার্নথালের সঙ্গে গত শনিবার যুক্তরাষ্ট্রের ওয়ামিং শহরে তাঁর বিয়ে হয়। বার্নথাল মার্কিন গণমাধ্যম এনবিসির সাবেক নিউজ প্রডিউসার ও পরামর্শক প্রতিষ্ঠান কেলটন গ্লোবালের প্রতিষ্ঠাতা। খবর এনডিটিভির
শেরিল ও বার্নথাল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তাঁদের বিয়ের খবর দিয়েছেন। ছবিতে সুন্দর প্রাকৃতিক পরিবেশে তাঁরা পরস্পরের হাত ধরে রয়েছেন। ছবির ক্যাপশনে শেরিল লিখেছেন ‘ম্যারিড’ কথাটি।
বিয়ে প্রসঙ্গে বার্নথাল বলেন, তিন বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। বিয়েতে তাঁদের স্বপ্ন পূরণ হয়েছে।
বার্নথাল ও শেরিল দুজনেই আগে বিবাহিত ছিলেন। সার্ভেমাঙ্কি নামের একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ডেভ গোল্ডবার্গের সঙ্গে বিয়ে হয়েছিল শেরিলের। ২০১৫ সালে ৪৭ বছর বয়সে গোল্ডবার্গ মারা যান। এদিকে বার্নথালের সঙ্গে তাঁর আগের স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে গেছে। স্যান্ডবার্গ ও গোল্ডবার্গের দুই সন্তান রয়েছে। এদিকে বার্নথালের প্রথম পক্ষের তিন সন্তান রয়েছে। বিয়েতে সন্তান ছাড়াও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।
এ বছরের শুরুতে স্যান্ডবার্গ মেটার প্রধান পরিচালন কর্মকর্তা পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ১ আগস্ট হ্যাভিয়ের অলিভান স্যান্ডবার্গের জায়গার সিওও পদে এসেছেন। শেরিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মেটার কর্মী হিসেবে কাজ চালিয়ে যাবেন।
শেরিল পদত্যাগের সময় বলেছিলেন, চাকরি ছাড়লেও মেটার পরিচালনা পর্ষদে দায়িত্ব চালিয়ে যাবেন তিনি। এ ছাড়া ব্যক্তিগতভাবে দাতব্য ফাউন্ডেশন নিয়ে সামনে এগোবেন।