গাড়িসহ হুড়মুড়িয়ে ধসে পড়ল পার্কিং গ্যারেজ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভেঙে পড়া পার্কিং গ্যারেজটি
ছবি: রয়টার্স

বহুতল একটি ভবন। ছাদে গাড়ি রাখার ব্যবস্থা আছে। আর দশটা দিনের মতো ছাদে পার্কিং করে রাখা আছে একাধিক গাড়ি। হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পার্কিং গ্যারেজ। গাড়িসহ ছাদ ভেঙে পড়ে প্রাণ গেছে একজনের। আহত হয়েছেন আরও পাঁচজন।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে। সেখানকার ৫৭ অ্যান স্ট্রিটের একটি ভবনের পার্কিং গ্যারেজ চোখের পলকে ধসে পড়ে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে একজন নারীকে চিৎকার করতে শোনা যায়। তাতে দেখা যায়, পার্কিং ধসে গিয়ে কয়েকটি গাড়ি মুখ থুবড়ে পড়ে রয়েছে।

এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত পাঁচজনের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই ওই ভবনের বিভিন্ন তলায় কাজ করতেন।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক সংবাদ সম্মেলনে বলেছেন, ভবনটি এখন পুরোপুরি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।