১২ দেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের সম্মেলন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ছবি: রয়টার্স

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর প্রধানদের নিয়ে ওয়াশিংটনে ২৮ থেকে ২৯ সেপ্টেম্বর দুই দিনের সম্মেলন আয়োজন করছেন জো বাইডেন। গত শুক্রবার হোয়াইট হাউস ও তথ্য জানায়।

এ অঞ্চলে চীনের প্রভাব দূর করতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রচেষ্টার অংশ এটি। হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তন, মহামারি প্রতিক্রিয়া, অর্থনৈতিক পুনরুদ্ধার, সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং মুক্ত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে সহযোগিতা জোরদার করার বিষয়টির প্রতিফলন ঘটবে।

প্রশাসনের এক কর্মকর্তা জানান, ১২টি দ্বীপরাষ্ট্রকে সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে সলোমন আইল্যান্ড, মাইক্রোনেশিয়া,কিরিবাটি, পাপুয়া নিউগিনি, ভানুয়াতু, সামোয়া, টোঙ্গা, ফিজি, মার্শাল আইল্যান্ড, নাউরু, পালাউ ও টুভালু।