যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত চীনের

ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে ক্ষুব্ধ চীন পেলোসির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়ার সময় গত বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ছবিটি একটি ভিডিও থেকে নেওয়া।
এএফপি

যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছেই। পেলোসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। জলবায়ু, সামরিক, মাদক চোরাচালান বন্ধসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করেছে তারা। সেই সঙ্গে তাইওয়ানের চারপাশে গতকাল শুক্রবার দ্বিতীয় দিনের মতো সামরিক মহড়া চালিয়েছে। এ কারণে নিরাপত্তার স্বার্থে অনেক দেশের এয়ারলাইনস তাইওয়ানের আকাশসীমা এড়িয়ে চলেছে।

চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড তাইওয়ান প্রণালিতে মহড়া চালাচ্ছে। তারা বলছে, সেনাদের সক্ষমতা যাচাইয়ে তাইওয়ানের উত্তর, দক্ষিণ-পশ্চিম ও পূর্বাঞ্চলে আকাশ ও সমুদ্রে মহড়া চলছে।

মহড়া প্রসঙ্গে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনের ৬৮টি যুদ্ধবিমান ও ১৩টি জাহাজ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে। অবশ্য চীনের পক্ষ থেকে বলা হয়, ১০টির বেশি যুদ্ধজাহাজ ও ১০০টির বেশি যুদ্ধবিমান মহড়ায় অংশ নিচ্ছে।

তাইওয়ানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তাইওয়ান প্রণালিতে দুই দেশের সীমানারেখা বারবার লঙ্ঘন করেছে চীনের সামরিক যান। এই পরিস্থিতিতে প্রতিরক্ষার প্রস্তুতি নিতে তাদের সামরিক বাহিনীকে বার্তা দেওয়া হয়েছে। যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, স্থল ক্ষেপণাস্ত্রব্যবস্থা ও গণমাধ্যমকে এই বার্তা দিয়ে রেখেছে স্বশাসিত এই অঞ্চল।

তাইপের ওপর দিয়ে গেল ক্ষেপণাস্ত্র

মহড়ার সময় কিছু ক্ষেপণাস্ত্র তাইওয়ানের রাজধানী তাইপের আকাশ অতিক্রম করেছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, চারটি ক্ষেপণাস্ত্র তাইপের আকাশ অতিক্রম করেছে।

চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির অধ্যাপক মেং শিয়াংকিং বলেন, মহড়ায় সক্রিয় অস্ত্র ব্যবহার করা হচ্ছে। এই প্রথম তাদের ছোড়া অস্ত্র তাইওয়ানের আকাশসীমা অতিক্রম করেছে।

এক ভিডিও বার্তায় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেন, ‘আমরা শান্ত আছি, উত্তেজিত নই। আমরা যুক্তিবাদী এবং উত্তেজক নই। কিন্তু আমরাও দৃঢ় হব এবং পালাব না।’

পেলোসির ওপর নিষেধাজ্ঞা

তাইওয়ান সফরের জেরে ন্যান্সি পেলোসি ও তাঁর পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। এর মধ্য দিয়ে মার্কিন সরকারে চতুর্থ ক্ষমতাধর ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করল দেশটি। তবে কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হলো, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পেলোসি এই সফরের মধ্য দিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপ এবং চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতাকে গুরুতরভাবে ক্ষুণ্ন করেছেন। এই সফরের মধ্য দিয়ে ‘এক চীন’ নীতিও উপেক্ষা করেছেন তিনি।

তবে পেলোসি বলছেন, তাঁর এই সফরের মধ্য দিয়ে এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হয়নি।

উড়োজাহাজ চলাচল ব্যাহত

মহড়ায় সক্রিয় অস্ত্র ব্যবহারের কারণে গত বৃহস্পতিবারই বেশ কিছু এয়ারলাইনস তাইওয়ানের ফ্লাইট বাতিল করে। গতকাল আরও সতর্ক অবস্থান নিয়েছে এয়ারলাইনস প্রতিষ্ঠানগুলো। বেশ কয়েকটি উড়োজাহাজ সংস্থা তাইপেগামী ফ্লাইট বাতিল করেছে। পাশাপাশি ওই অঞ্চল দিয়ে চলাচলকারী অন্যান্য ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়েছে।

কোরিয়ান এয়ারলাইনস ও সিঙ্গাপুর এয়ারলাইনস মহড়ার কারণে গতকাল তাইপে যাওয়া-আসার ফ্লাইট বাতিলের কথা জানিয়েছে। একই সঙ্গে কোরিয়ান এয়ারলাইনস, হংকংয়ের ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ, ফিলিপাইন এয়ারলাইনস, ভিয়েতনামের বেসামরিক বিমান পরিবহন সংস্থা ওই আকাশসীমা এড়িয়ে চলতে দেশটির উড়োজাহাজ সংস্থাগুলোকে সতর্ক করেছে।

আলোচনা স্থগিত

পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক আরেক দফা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। চীনের পক্ষ থেকে গতকাল বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একাধিক সামরিক বৈঠক ও জলবায়ু পরিবর্তন রোধের বৈঠক বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

চীনের এই সিদ্ধান্ত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কারণ, যুক্তরাজ্যের স্কটল্যান্ডে কপ-২৬ সম্মেলনে বেশ কিছু পরিকল্পনার কথা উল্লেখ করেছিল দুই দেশ। এ ছাড়া মাদক চোরাচালান রোধ, সমুদ্র নিরাপত্তা ইস্যুর আলোচনা থেকেও সরে যাচ্ছে চীন।

রাষ্ট্রদূতকে পাল্টাপাল্টি তলব

তাইওয়ান পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে ধনী দেশগুলোর জোট জি-৭। এর পরিপ্রেক্ষিতে কানাডার দূততে তলব করেছে চীন। আগের দিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকেও ডেকে পাঠিয়েছিল চীন।

এদিকে চীনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তাইওয়ান ঘিরে যে সামরিক মহড়া চীন শুরু করেছে, তার জেরে চীনের দূত কিন গাংকে ডেকে পাঠায় হোয়াইট হাউস।