কংগ্রেস অবমাননায় ট্রাম্পের সহযোগী ব্যানন দোষী সাব্যস্ত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সময়ের সহযোগী স্টিভ ব্যানন
ছবি: রয়টার্স

কংগ্রেস অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী স্টিভ ব্যানন। ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনার তদন্তের দায়িত্ব পাওয়া আইনপ্রণেতাদের পরোয়ানা উপেক্ষা করায় একটি ফেডারেল জুরি বোর্ড ব্যাননকে দোষী সাব্যস্ত করেছেন। খবর এএফপির।  

২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের শত শত সমর্থক ক্যাপিটল হিলে হামলা করে। এ ঘটনা তদন্তে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ একটি কমিটি গঠন করে। ওই কমিটির পক্ষ থেকে স্টিভ ব্যাননকে শুনানিতে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের প্রধান ব্যানন তা উপেক্ষা করেন।  

ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কৌশলবিদ ৬৮ বছর বয়সী ব্যানন শুনানিতে হাজির হওয়া ছাড়া যেসব নথিপত্র তাঁর কাছে চাওয়া হয়েছিল সেগুলোও সরবরাহ করেননি।

তাঁর বিরুদ্ধে কংগ্রেসে অবমাননার দুটি অভিযোগ আনা হয়। তিন ঘণ্টা আলোচনা শেষে ১২ বিচারকের একটি জুরি বোর্ড ব্যাননকে দোষী সাব্যস্ত করেন।

২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর হোয়াইট হাউসের প্রধান কৌশলবিদের দায়িত্ব পান স্টিভ ব্যানন। পরে ট্রাম্পের মতবিরোধের জেরে ওই বছরেই তিনি বরখাস্ত হন। প্রতিটি অভিযোগের জন্য সর্বনিম্ন এক মাস ও সর্বোচ্চ এক বছর জেল হতে পারে তাঁর। আগামী ২১ অক্টোবর এই মামলার রায় ঘোষণা করা হবে।
আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর এর প্রতিক্রিয়ায় ব্যানন বলেন, ‘আমরা আজ হয়তো এখানে একটা লড়াইয়ে হেরে গেলাম, কিন্তু আমরা এই যুদ্ধে হারছি না। আমি ট্রাম্প ও সংবিধানের পক্ষে আছি।’ পরে ফক্স নিউজকে তিনি বলেন, ‘আপিলের আরও দীর্ঘ প্রক্রিয়া এখনো বাকি। আমাকে জেলে যেতে হলে, তাই যাব।’

এদিকে ক্যাপিটল হিলে গঠিত কমিটির চেয়ার বেনি থমপসন ও ভাইস চেয়ার লিজ চেনি আদালতের এ রায়কে স্বাগত জানিয়ে বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। স্টিভ ব্যাননকে দোষী সাব্যস্ত করার এ ঘটনা আইনের শাসনের বিজয় এবং কংগ্রেসের সিলেক্ট কমিটির কাজের প্রকাশ্য অনুমোদনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।’