ফেডারেল সহায়তা বন্ধে ট্রাম্পের পরিকল্পনা সাময়িকভাবে আংশিক স্থগিত করলেন আদালত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে সব ফেডারেল সহায়তা কর্মসূচির তহবিল স্থগিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার কিছু অংশ গতকাল মঙ্গলবার সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির একজন ফেডারেল বিচারক। গতকালই এ পরিকল্পনা কার্যকর হওয়ার কথা ছিল। তবে এর ঠিক আগমুহূর্তে আদালত এ স্থগিতাদেশ দেন।

ডিস্ট্রিক্ট জজ লরেন আলিখান স্থানীয় সময় আগামী সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত পরিকল্পনার অংশ বিশেষ স্থগিত করেছেন। ওই দিন এ বিষয়ে আরেকবার শুনানির জন্য সময় ধার্য করেছেন বিচারক।

‘ওপেন অ্যাওয়ার্ডস’ নামের একটি কর্মসূচিতে ফেডারেল সরকারের ইতিমধ্যে অনুমোদন দেওয়া তহবিল স্থগিত করার পরিকল্পনা ছিল ট্রাম্প প্রশাসনের। কিন্তু প্রশাসনের এ সিদ্ধান্ত একটি অলাভজনক প্রতিষ্ঠান চ্যালেঞ্জ করে। এটি আমলে নিয়ে পরিকল্পনাটির বাস্তবায়ন আংশিক আটকে দেন আদালত।

বিচারক বলেন, এ আদেশ স্থিতাবস্থা বজায় রাখার একটি উপায় হিসেবে কাজ করবে। প্রকৃত অর্থে আদালতের স্বার্থেই এ স্থগিতাদেশ। বিচারক বলেন, ‘সরকারের পদক্ষেপ আরও বেশি সময়ের জন্য আটকে দিতে আদেশ দেওয়া হবে কি না, তার আগে আদালত যাতে পুরোপুরি শুনানি করতে পারেন, সে জন্য এ স্থগিতাদেশ।’

ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা কার্যকর হওয়ার সামান্য সময় আগে তড়িঘড়ি করে এ শুনানি হয়। এমন সময় এ শুনানি হয়, যার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প প্রশাসন থেকে দেওয়া তহবিল স্থগিতের ঘোষণা ঘিরে বিভ্রান্তি তৈরি হয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়, অনুদান, ঋণসহ মার্কিন সরকারের কয়েক লাখ কোটি ডলারের সম্ভাব্য ব্যয় স্থগিতে হোয়াইট হাউসের বড় ধরনের পরিকল্পনা গতকাল থেকে কার্যকর হওয়ার কথা ছিল। এ সিদ্ধান্ত ঘিরে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনেরও অভিযোগ ওঠে।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ পর হোয়াইট হাউসের বাজেট দপ্তর ওই আদেশ দেয়। এতে স্থানীয় সরকার থেকে শুরু করে শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসায় দেওয়া ঋণসহ সব খাতে শত শত কোটি ডলারের তহবিল জোগান বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

গত সোমবার অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের (ওএমবি) পরিচালক ম্যাথিউ ভিথের জারি করা আদেশে এটা স্পষ্ট নয় যে তহবিল বিতরণে এ ধরনের স্থগিতাদেশ কীভাবে বা কত সময়ের জন্য কার্যকর হবে।

অনেকটা নিয়মের বাইরে গিয়ে নেওয়া এ পদক্ষেপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা স্থগিতের সিদ্ধান্তের মিল রয়েছে। দায়িত্ব গ্রহণের পরপরই এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের দেওয়া বৈদেশিক সহায়তা ৯০ দিনের জন্য স্থগিত করেছেন ট্রাম্প।

নির্বাচনে জিতলে ফেডারেল সরকারের কর্মসূচিগুলোর বড় এক অংশ বাদ দেওয়া ও ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। স্পষ্টভাবে তিনি বলেন, তাঁর রাজনৈতিক লক্ষ্য পূরণ হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে সব ফেডারেল কর্মসূচি ও অনেক কর্মীর দায়িত্ব পর্যালোচনা করে দেখতে চান তিনি।

আরও পড়ুন