করোনার টিকা নোভাভ্যাক্স ব্যবহারের অনুমতি দিল আমেরিকা

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন গতকাল বুধবার করোনার টিকা নোভাভ্যাক্স ব্যবহারের অনুমতি দিয়েছে। এর ফলে মহামারি করোনা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে করোনার টিকা প্রদানের ক্ষেত্রে আরও একটি নতুন মাত্রা যোগ হলো। দেশটির ১৮ বা তদুর্দ্ধ বয়সী ব্যক্তিদের এ টিকা দেওয়া যাবে।

মার্কিন কোম্পানির উৎপাদিত এই টিকা ইতিমধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে ব্যবহৃত হচ্ছে। কোভিড-১৯ নিয়ন্ত্রণে এ নিয়ে তিনটি টিকা ব্যবহারের অনুমতি পেল আমেরিকায়। এর আগে যুক্তরাষ্ট্রে মাত্র দুটি টিকা করোনা নিয়ন্ত্রণে অনুমোদন পেয়েছিল।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার রবার্ট ক্যালিফ এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের অনেকেই প্রাণঘাতী কোভিড-১৯–এর কোনো টিকাই গ্রহণ করেনি, তাঁদের জন্য জরুরি ভিত্তিতে নোভাভ্যাক্স টিকার অনুমোদন দেওয়া হলো। তা ছাড়া এ টিকার নিরাপত্তা, কার্যকারিতা ও উৎপাদনের গুণগতমানও পরীক্ষা-নিরীক্ষা করে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য অনুমোদন দেওয়া হলো।