অন্য লোকটি নির্বাচিত হলে পরিস্থিতি আরও নাজুক হতো: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বিপর্যয় পেরিয়ে আমেরিকার অর্থনৈতিক অবস্থা যেখানে থাকার কথা ছিল, সেখানে পৌঁছানো যায়নি। তবে তাঁর পরিকল্পনা কাজ করছে। আমেরিকা আবার এগিয়ে যাচ্ছে। আমেরিকার অর্থনীতির আজকের যে অবস্থা, অন্য লোকটি গত নির্বাচনে নির্বাচিত হলে পরিস্থিতি আরও নাজুক হতো।

৩ সেপ্টেম্বর হোয়াইট হাউস থেকে দেওয়া বক্তৃতায় বাইডেন এসব কথা বলেন। আগস্ট মাসে আমেরিকার চাকরির বাজারের হতাশাজনক প্রতিবেদন আসার পরও প্রেসিডেন্ট বাইডেন দাবি করেন, অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে। তার ফল পাওয়া যাচ্ছে।

আগস্টে আমেরিকার চাকরির বাজারে মাত্র ২ লাখ ৩৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আগের মাসগুলোতে কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা অনুযায়ী আগস্টে ১০ লাখের কাছাকাছি নতুন কর্মসংস্থানের আশা করা হয়েছিল। কিন্তু তা হয়নি।

করোনার ডেলটা ধরনের সংক্রমণ কর্মসংস্থান সৃষ্টির অন্তরায় হয়ে উঠেছে বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, অর্থনীতির অন্যান্য সূচকে আমেরিকার দ্রুত উন্নতি দেখা যাচ্ছে। তাঁর ‘আমেরিকা পুনরুদ্ধার পরিকল্পনা’ ও টিকা পরিকল্পনা বাস্তবায়িত হলে ডেলটার সংক্রমণের মধ্যেও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি দাবি করেন।

বাইডেন তাঁর ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধি ও বেকারত্ব হ্রাসের চিত্র তুলে ধরেন। তিনি জানান, বেকার ভাতার জন্য লোকজনের আবেদন কমে আসছে। বেকারত্বের হার ৫ দশমিক ২ শতাংশে নেমে এসেছে।

বক্তব্যের একপর্যায়ে বাইডেন তাঁর আগের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেন। তিনি বলেন, তাঁর অধীনে স্টক মার্কেট সবচেয়ে ভালো করছে। একবার চিন্তা করে দেখা দরকার, অন্য লোকটি প্রেসিডেন্ট নির্বাচিত হলে অবস্থা কেমন দাঁড়াত!

বাইডেন বলেন, ‘এসবের মানে এই নয় যে আমরা সবচেয়ে ভালো অবস্থায় আছি। অর্থনৈতিক পুনরুদ্ধার যে পর্যায়ে পৌঁছার কথা ছিল, সেখানে পৌঁছানো সম্ভব হয়নি।’

কর্মজীবীদের জন্য ফেডারেল বর্ধিত বেকার ভাতার মেয়াদ উত্তীর্ণ হলেও অঙ্গরাজ্য সরকারগুলোকে প্রণোদনা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাঁর আমেরিকা পুনরুদ্ধার পরিকল্পনা থেকে অঙ্গরাজ্য পর্যায়ে লোকজনকে সহযোগিতা করার সুযোগ রয়েছে। তিনি আমেরিকার স্বল্প আয়ের লোকজনের জন্য বসবাসের অনুকূল আইন প্রণয়নে কংগ্রেসের প্রতি আহ্বান জানান।

আমেরিকার ধনী লোকজনের ন্যায্য কর পরিশোধ নিশ্চিত করা হবে বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, কর্মজীবী লোকজনই আমেরিকা গড়ে তুলেছেন। তাঁদের এখন সর্বোচ্চ সুবিধা দিতে হবে।