অভিবাসনপ্রত্যাশীদের দিকে মার্কিন বাহিনীর কাঁদানে গ্যাস

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অভিবাসনপ্রত্যাশী লোকজনকে রুখতে কাঁদানে গ্যাস ছুড়েছে মার্কিন সীমান্তরক্ষী বাহিনী। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অভিবাসনপ্রত্যাশী লোকজনকে রুখতে কাঁদানে গ্যাস ছুড়েছে মার্কিন সীমান্তরক্ষী বাহিনী। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অভিবাসনপ্রত্যাশী লোকজনকে রুখতে কাঁদানে গ্যাস ছুড়েছে মার্কিন সীমান্তরক্ষী বাহিনী। ১৫০ জনের একটি দল মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করলে সীমান্তরক্ষী বাহিনীর বাধার মুখে পাথর ছুড়তে শুরু করে। এর জবাবে কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে (মরিচের গুঁড়ামিশ্রিত স্প্রে) ছোড়ে সীমান্তরক্ষী বাহিনী। এ সময় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার এএফপির খবরে জানানো হয়, গতকাল মঙ্গলবার সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ নিয়ে গত বছরের নভেম্বর থেকে এ পর্যন্ত দ্বিতীয়বার অভিবাসনপ্রত্যাশীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ার ঘটনা ঘটল।

অভিবাসনপ্রত্যাশী পাঁচ হাজার অভিযাত্রীর মধ্যে সবশেষ খ্রিষ্টীয় নববর্ষের বিকেলে তিজুয়ানা, মেক্সিকো, সান দিয়েগোর ঠিক দক্ষিণে এবং ক্যালিফোর্নিয়ায় দেড় হাজার অভিবাসনপ্রত্যাশী অবস্থান নিয়েছেন। বিষয়টি ক্ষুব্ধ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

কাঁদানে গ্যাস থেকে বাঁচতে মুখ ঢেকে রেখেছেন এক অভিবাসনপ্রত্যাশী। ছবি: রয়টার্স
কাঁদানে গ্যাস থেকে বাঁচতে মুখ ঢেকে রেখেছেন এক অভিবাসনপ্রত্যাশী। ছবি: রয়টার্স

এএফপির প্রতিবেদকের সামনেই কাঁদানে গ্যাস ছোড়ার ঘটনাটি ঘটে। প্রতিবেদনে বলা হয়, সেখানে এক শ জনের মতো জড়ো হয়েছিল। মধ্য আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা লোকজন গত সোমবার স্থানীয় সময় রাত আটটার দিকে প্লায়াস দ্য তিজুয়ানা নামক জায়গায় জড়ো হয়। প্রশান্ত মহাসাগরের উপকূলীয় স্থানটি প্রায়ই অবৈধ অভিবাসীদের বহির্গমন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। সীমান্ত এলাকাটি বেড়া দিয়ে ঘেরা। অপর প্রান্তে মার্কিন বাহিনীকে নজরদারি করতে দেখা যায়। রাত বাড়লে দুই পাশের লোকজন খ্রিষ্টীয় নববর্ষ উদ্‌যাপনে মেতে ওঠে। ওই সময় অভিবাসীরা সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেন। তবে মার্কিন সীমান্তরক্ষী বাহিনী কমপক্ষে দুটি কাঁদানে গ্যাস ছুড়লে অভিবাসীরা ফিরে যান। সীমান্ত পেরিয়ে যাওয়া অভিবাসী দলে নারী, পুরুষ, কিশোর-কিশোরী ও শিশু ছিল। ওই চেষ্টার পর ওই দলের একটি অংশ সীমান্তের কাছাকাছি অবস্থান নেয় এবং পরে অন্যরা সেখানে এসে যোগ দেয়। নববর্ষ শুরু হওয়ার অল্প কিছু পরে কয়েক জন অভিবাসী পাহাড়ের ওপর দাঁড়িয়ে টহলে থাকা সীমান্তরক্ষী বাহিনীর অবস্থান বোঝার চেষ্টা করে।

ওই দলটি দৌড়ে সীমান্তে যাওয়ার সেকেন্ডের মধ্যে মার্কিন বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে।

এক বিবৃতিতে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) জানিয়েছে, নিরাপত্তাকর্মীদের উপস্থিতি বাড়ানোর পর ৪৫ জন অভিবাসীর প্রথম দলটি মেক্সিকোর দিকে ফিরে গেছে। একটু পরই তারা সিবিপি কর্মকর্তাদের দিকে পাথর ছুড়তে শুরু করে।