আটলান্টিক সিটিতে বিএএসজের নির্বাহী কমিটির সভা

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির (বিএএসজে) নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর রাতে আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট অ্যাভিনিউতে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে আটলান্টিক সিটিপ্রবাসী খোকন ও বুয়েটের কৃতী ছাত্র আবরার ফাহাদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
সভায় সংগঠনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন এবং তারই আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিএএসজের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক সংগঠনের বিগত নির্বাচনের ব্যয়সহ যথাযথ হিসাব বিবরণী সভায় পেশ করেন এবং তা সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। পরে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সভা সমাপ্ত হয়।