আবরার হত্যার প্রতিবাদে জ্যাকসন হাইটসে সভা ১৯ অক্টোবর

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ১৯ অক্টোবর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। ১৯ অক্টোবর বিকেল পাঁচটায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অবস্থিত ইত্যাদি রেস্টুরেন্টের পার্টি হলে (দোতলায়) প্রবাসী বাংলাদেশি সমাজের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়েছে।

প্রতিবাদ সভায় ইলেকট্রনিক মিডিয়াসহ সংবাদমাধ্যমের সম্পাদক, পরিচালক, বার্তা সম্পাদক ও প্রতিনিধিসহ নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা আমন্ত্রিত। উক্ত সভাকে সফল করার জন্য সংগঠনের পক্ষ থেকে মোহাম্মদ হোসেন খান সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।