আবার মিনিয়াপোলিস, এবার গোলাগুলিতে দুজন নিহত

শহরতলিতে হঠাৎই গোলাগুলি শুরু হলে হতাহতের ঘটনা ঘটে। ২১ মে রাতে, মিনিয়াপোলিসে
এএফপি

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে গোলাগুলির ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। স্থানীয় সময় শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এএফপি।

মিনিয়াপোলিস পুলিশ বিভাগের পিআইও জন অ্যাল্ডার জানিয়েছেন, দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার জেরে গোলাগুলির ঘটনাটি ঘটে থাকতে পারে। একপর্যায়ে উভয়ই বন্দুক বের করে গুলি ছোড়েন। এতে হতাহতের ঘটনা ঘটেছে। নিহত দুজনের মধ্যে একজন গোলাগুলিতে জড়িত ছিলেন বলে ধারণা পুলিশের।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে পুলিশের ভাষ্য, মিনিয়াপোলিসের শহরতলিতে হঠাৎই গোলাগুলি শুরু হয়। এতে পাঁচজন পুরুষ ও পাঁচজন নারী আহত হন। তাঁদের মধ্যে দুজন পুরুষের মৃত্যু হয়েছে। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কারোরই নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

গোলাগুলির এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। স্থানীয় পুলিশের মুখপাত্র জন এলডেন সিএনএনকে জানান, আটক ব্যক্তির নাম জাওয়ান কনট্রিয়েল ক্যারোল। তাঁর বয়স ২৩ বছর।

মিনিয়াপোলিসের এই একই জায়গায় ২০২০ সালের মে মাসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের ৪৬ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। ফ্লয়েড হত্যায় মিনিয়াপোলিসের পুলিশ সদস্য ড্যারেক চৌভানকে আনুষ্ঠানিকভাবে দোষীসাব্যস্ত করেছে মার্কিন আদালত।

এদিকে গত সপ্তাহে মিনিয়াপোলিসে গাড়িতে চড়ার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় ছয় বছরের শিশু আনিয়া অ্যালেন। সাম্প্রতিক সময়ে শহরটিতে গোলাগুলির ঘটনা বেড়েছে। এসব ঘটনা স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্কের জন্ম দিয়েছে।