ইউক্রেনকে সমর্থন জানালেন বুশ ও ক্লিনটন

ইউক্রেনের মারিউপোল শহরে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ভবন
ফাইল ছবি : রয়টার্স

ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক দুই প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশ। শিকাগোতে একটি ইউক্রেনীয় গির্জা পরিদর্শনের সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিজেদের অবস্থান জানানোর সময় ইউক্রেনকে সমর্থনের কথা জানান এই দুই সাবেক প্রেসিডেন্ট।  

বিল ক্লিনটনের টুইটার অ্যাকাউন্টে তাঁদের গির্জা পরিদর্শনের একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে বলা হয়, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর সে দেশের নাগরিকদের প্রতি সংহতি জানানোর লক্ষ্যেই তাঁরা এখানে এসেছেন।

ওই ভিডিও বার্তায় বলা হয়, ‘স্বাধীনতা ও রুশ অভিযানের বিরুদ্ধে লড়াই করা ইউক্রেনীয় নাগরিকদের পাশে দাঁড়াতে আমেরিকানরা ঐক্যবদ্ধ।’