ইউরোপে শিশুদের জন্য টিকার অনুমোদন চায় মডার্না

ইউরোপে ইতিমধ্যে ১২ বা তার বেশি বয়সীদের জন্য তাদের তৈরি কোভিড টিকা ব্যবহারের অনুমোদন পেয়েছে মডার্না
ছবি: এএফপি

৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য করোনার টিকা ব্যবহারের অনুমোদন চেয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছে মডার্না। গতকাল মঙ্গলবার মার্কিন কোম্পানিটি এ কথা জানায়। মডার্না এই প্রথম কম বয়সী শিশুদের জন্য টিকার অনুমোদন চেয়ে আবেদন করল। খবর এএফপির।

মডার্নার কোভিড টিকা দুই ডোজের। শিশুদের চার সপ্তাহের ব্যবধানে ৫০ মাইক্রোগ্রামের দুটি ডোজ দিতে হবে। তবে প্রাপ্তবয়স্কদের জন্য তা ১০০ মাইক্রোগ্রাম।
মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টেফান ব্যানসেল এক বিবৃতিতে বলেছেন, ‘ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির (ইএমএ) কাছে এই বয়সী শিশুদের জন্য টিকার অনুমোদন চেয়ে নথিপত্র জমা দেওয়ার ঘোষণায় আমরা আনন্দিত। এর মধ্য দিয়ে এই বয়সী শিশুদের জন্য এবারই প্রথম আমরা কোথাও আবেদন করলাম।’

ইউরোপে ইতিমধ্যে ১২ বা তার বেশি বয়সী শিশু–কিশোরদের জন্য তাদের তৈরি কোভিড টিকা ব্যবহারের অনুমোদন পেয়েছে মডার্না। তবে কয়েকটি দেশ নির্দিষ্ট বয়সের লোকজনকে মডার্নার টিকা না দেওয়ার পরামর্শ দিয়েছে। এর মধ্যে রয়েছে ফ্রান্স। গতকাল সোমবার ফ্রান্স দেশটির ৩০ বছরের কম বয়সী লোকজনকে মডার্নার টিকা না দেওয়ার পরামর্শ দেয়। এর কারণ হিসেবে মারাত্মক হৃদ্‌রোগ মায়োকার্ডিটিস, অর্থাৎ মস্তিষ্কের পেশি ফুলে যাওয়া নিয়ে উদ্বেগের কথা বলা হয়।

মডার্নার টিকা নেওয়ার পর কিশোর ও তরুণদের মধ্যে বিরল এ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে।

গত মাসে মডার্না ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের নিয়ে তাদের টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল প্রকাশ করে। তাতে দেখা যায়, এই বয়সী শিশুদের ক্ষেত্রে মডার্নার টিকা শক্তিশালী প্রতিরোধব্যবস্থা গড়ে তোলে এবং টিকা নেওয়ার পর কম বয়সী শিশুদের দেহে শক্তিশালী মাত্রায় অ্যান্টিবডি তৈরি হয়েছে। ফাইজারও ইউরোপে এই বয়সী শিশুদের জন্য তাদের টিকার অনুমোদন চেয়ে আবেদন করেছে। ইএমএ এখন ফাইজারের দেওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখছে।

যুক্তরাষ্ট্রে কম বয়সী শিশুদের জন্য ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। তবে দেশটি এখনো শিশু-কিশোরদের জন্য মডার্নার টিকা ব্যবহারের অনুমোদন দেয়নি। যুক্তরাষ্ট্রে মডার্নার টিকা শুধু প্রাপ্তবয়স্ক, অর্থাৎ ১৮ বা তার বেশি বয়সী মানুষের জন্য ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

মডার্না ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু–কিশোরদের জন্য টিকার অনুমোদন চেয়ে যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে (এফিডএ) আবেদন করেছে। শিগগির যুক্তরাষ্ট্রে ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্যও অনুমোদন চেয়ে আবেদন করার কথা সম্প্রতি জানান মডার্নার সিইও। গত অক্টোবরের শেষ দিকে মডার্না জানায়, ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু–কিশোরদের তথ্য পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত এটা বিলম্বিত হবে। প্রথম আবেদনের তথ্য পর্যালোচনা শেষ হতে আগামী জানুয়ারি পর্যন্ত সময় লাগবে।