ইরানের নৌযান লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের গুলি

হরমুজ প্রণালিতে সোমবার ইরানের নৌযান লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড
ছবি: মার্কিন নৌবাহিনী

যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের একটি জাহাজ থেকে ইরানের কয়েকটি নৌযান লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পেন্টাগন জানায়, গতকাল সোমবার হরমুজ প্রণালিতে এ ঘটনা ঘটে। পেন্টাগনের ভাষ্য, ইরানের নৌযানগুলোকে লক্ষ্য করে অন্তত ৩০টি সতর্কতামূলক গুলি ছোড়া হয়।


পেন্টাগন বলছে, যুক্তরাষ্ট্রের মিসাইলবাহী সাবমেরিন ইউএসএস জর্জিয়া ওই পথ দিয়ে যাচ্ছিল। সাবমেরিনটির পাহারায় ছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ছয়টি জাহাজ। গতকাল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজগুলোর ১৪০ মিটারের মধ্যে চলে এসেছিল ইরানের দ্রুতগতির ১৩টি নৌযান।

পেন্টাগনের ভাষ্য, উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের একটি জাহাজ থেকে ইরানের দ্রুতগতির নৌযানগুলোকে লক্ষ্য করে অন্তত ৩০টি সতর্কতামূলক গুলি ছোড়া হয়। সতর্কতামূলক গুলি ছোড়ার পরে ইরানের নৌযানগুলো সরে যায়।

এ নিয়ে অঞ্চলটিতে গত দুই সপ্তাহের মধ্যে এ ধরনের দ্বিতীয় ঘটনা ঘটল। উপসাগরীয় অঞ্চলের এক সরু জলপথ হরমুজ প্রণালি। এ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌচলাচলের পথ। সাম্প্রতিক বছরগুলোয় ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনার কেন্দ্রে রয়েছে এ নৌপথ।

পেন্টাগনের ভাষ্য, ইরানের যে নৌযানগুলো লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়া হয়েছে, সেগুলো দেশটির অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ডের নৌবাহিনীর।

পেন্টাগনের মুখপাত্র জন কারবি অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নৌযানের কাছে অত্যন্ত আগ্রাসীভাবে তৎপরতা চালাচ্ছিল ইরানের নৌযানগুলো।

এ প্রসঙ্গে জন কারবি বলেছেন, এমন তৎপরতা অনিরাপদ ও অপেশাদার। এ ধরনের কর্মকাণ্ড থেকে হতাহত হওয়ার ঘটনা ঘটতে পারে। আর তা কারও স্বার্থের জন্যই মঙ্গলজনক হবে না।

গতকাল হরমুজ প্রণালির এ ঘটনার বিষয়ে ইরানের কাছ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।