উচ্চ স্বরে কথা বলায় কৃষ্ণাঙ্গ নারীকে জরিমানা

ডায়মন্ড রবিনসন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ফোনে উচ্চ স্বরে কথা বলায় ডায়মন্ড রবিনসন নামের একজন কৃষ্ণাঙ্গ নারীকে ৩৮৫ ডলার জরিমানা করেছে পুলিশ। ২৭ মে অঙ্গরাজ্যের ইস্ট পয়েন্টের কুশিং স্ট্রিটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ডায়মন্ড রবিনসন তাঁর বাড়ির সামনে ফোনে জোরে কথা বলে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তাঁর শ্বেতাঙ্গ একজন প্রতিবেশী তাঁকে ফোন বন্ধ করতে বা নিচু স্বরে কথা বলতে বলেন। রবিনসন তখন ওই প্রতিবেশীকে সামনে থেকে চলে যেতে বলেন। এ ঘটনার তিন মিনিট পরেই নগরীর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় রবিনসন ফেসবুকে লাইভ করছিলেন। একদিকে ফেসবুক লাইভ চলছিল, অন্যদিকে নগরীর পুলিশ তাঁকে ৩৮৫ ডলার জরিমানা করে টিকিট লিখছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রবিনসনের ধারণা, তিনি কৃষ্ণাঙ্গ বলেই তাঁকে জরিমানা করা হয়েছে।

ফেসবুক লাইভে রবিনসন বলেন, জনসাধারণকে বিরক্ত করায় টিকিট পেয়েছি। আমি ফোনে খুব জোরে কথা বলছি এবং এ কারণেই আমি টিকিট পেয়েছি।

পরে রবিনসন পরে স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, জরিমানার টিকিট থেকে রেহাই পাওয়ার জন্য আইনি লড়াই চালাব। কারণ আমি আমার নিজের সম্পত্তির ওপর দাঁড়িয়ে কথা বলছিলাম। এ কারণে পুলিশ ডাকতে হলো কেন?

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রবিনসনের ধারণা, তিনি কৃষ্ণাঙ্গ বলেই তাঁকে জরিমানা করা হয়েছে।

পুলিশকে ফোন করা প্রতিবেশী ওই শ্বেতাঙ্গ নারীর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, জরিমানার টিকিটই ঘটনার পক্ষে কথা বলবে।

নাম প্রকাশ না করার শর্তে নগরীর একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিচার আদালতে হবে।