কচ্ছপ একটি, মাথা দুটি

দুই মাথাওয়ালা কচ্ছপের ছানা।ছবি: সংগৃহীত

ছোট্ট একটি কচ্ছপের ছানা। সমুদ্রসৈকতের গর্তে সদ্যই ডিম ফুটে আলোর মুখ দেখেছে। সাগরে ফেরার সুযোগ হয়নি তখনো। তার আগেই নজর কেড়েছে মানুষের। না, ছানাটিকে অ্যাকুয়ারিয়ামে পোষার জন্য তুলে আনেননি কেউ। তবে সাড়া ফেলেছে ছানাটির ছবি। সেটি দেখলে আপনিও অবাক হবেন। ছবিতে যে কচ্ছপ একটি, কিন্তু তার মাথা দুটি।

অবাক করা এই কচ্ছপের ছানার দেখা পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা স্টেট পার্কের এদিস্তো সৈকতে। ওখানকার সৈকতে কয়েক দিন আগে কচ্ছপের গর্তের খোঁজ মিলেছিল। তাতে ছিল কয়েকটি ডিম। পার্কের স্বেচ্ছাসেবকেরা তিন থেকে পাঁচ দিন পরপর গিয়ে তদারকি করতেন, ডিমগুলোর দেখভাল করতেন। বাচ্চা ফুটেছে কি না, খোঁজ নিয়ে আসতেন।

গতকাল রোববার মার্কিন সংবাদমাধ্যম ডব্লিউএলটিএক্স নিউজ১৯ জানিয়েছে, তদারকির অংশ হিসেবে গত রোববার পার্কের স্বেচ্ছাসেবকেরা আবারও সৈকতে যান। সেখানে দেখেন গর্তে তিনটি কচ্ছপের ছানা রয়েছে। সদ্যই জন্ম নিয়েছে। তবে ওই তিন ছানার মধ্যে একটিতে চোখ আটকে যায় সবার।

গর্তে এমন একটি ছোট্ট ছানা রয়েছে, যেটির চারটি পা রয়েছে ঠিকই, তবে মাথা একটি নয়, দুটি। দুই মাথাওয়ালা কচ্ছপের ছানার ঝটপট ছবি তুলে নেন স্বেচ্ছাসেবকেরা। পরে অন্য দুটি ছানার সঙ্গে সেটিকে সাগরে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সময় শনিবার ওই ছবি প্রকাশ করেছে পার্ক কর্তৃপক্ষ।

কচ্ছপ সাধারণত গভীর সমুদ্রে থাকতে পছন্দ করে। তবে ডিম পাড়ার সময় এরা সৈকতে উঠে আসে। সৈকতের বালুতে বড় বড় গর্ত করে ঘর বানায়। সেই ঘরে ডিম দেয় মা কচ্ছপ। একসময় ডিম ফুটে বাচ্চা জন্মায়। গর্ত ভরে ওঠে কচ্ছপের ছানায়। সেসব ছানা একটু বড় হলে মা-বাবার পথ ধরে ছানারাও সাগরে ফিরে যায়।

কর্তৃপক্ষ বলছে, একটি কচ্ছপের দুটো মাথা সচরাচর দেখা যায় না। জিনগত পরিবর্তনের কারণে এমনটা হয়ে থাকতে পারে। গত বছরও সাউথ ক্যারোলাইনার সৈকতে একটি দুই মাথার কচ্ছপের ছানার খোঁজ মিলেছিল। তবে স্টেট পার্কের এদিস্তো সৈকতে এমন কচ্ছপের দেখা মিলল এবারই প্রথম।