কুমোর ‘যৌন হয়রানির’ বিবরণ দিলেন এক অভিযোগকারী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে অপরাধ আইনে যৌন হয়রানির অভিযোগ দায়ের করা এক নারী প্রকাশ্যে এসেছেন। তিনি ৯ আগস্ট সিবিএস নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। এ সাক্ষাৎকারে তিনি কুমোর বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগের বিস্তারিত তুলে ধরেছেন।

কুমোর বিরুদ্ধে অপরাধ আইনে মামলা করাকে সঠিক কাজ বলে মনে করছেন অভিযোগকারী নারী ব্রিটনি কমিশো। তিনি বলেন, গভর্নর কুমোকে তাঁর অপরাধের দায়ভার নিতে হবে।

ব্রিটনি অঙ্গরাজ্য গভর্নরের নির্বাহী সহকারী হিসেবে ২০১৭ সাল থেকে কর্মরত ছিলেন। তিনি বলেছেন, যৌন হয়রানির একটি ঘটনা ঘটেছে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর। গভর্নর কুমোর সঙ্গে সেলফি তোলার সময় তিন তাঁকে অশালীনভাবে স্পর্শ করতে থাকেন। এতে ব্রিটনি ভীত হয়ে পড়েন। এমনকি তিনি সেলফি পর্যন্ত ঠিকমতো তুলতে পারেননি।

ব্রিটনি বলেন, গভর্নর কুমোর আচরণ অস্বাভাবিক ছিল। তিনি যে আচরণ করেছেন, সে ব্যাপারে তাঁর কোনো সম্মতি ছিল না। শুধু তাঁর জন্য কেন, যেকোনো নারীর জন্যই কুমোর আচরণ অস্বাভাবিক হিসেবে গণ্য হবে। কুমো এমন কাজ করে আইন লঙ্ঘন করেছেন।

৩২ বছর বয়সী ব্রিটনি বলেন, কুমোর বিরুদ্ধে অভিযোগ আনার জন্য তিনি অপেক্ষা করেছেন। অভিযোগ নিয়ে প্রকাশ্যে আসার জন্য তিনি তাঁর মেয়েকে প্রস্তুত করার সময় নিয়েছেন।

ইতিমধ্যে ১১ জন নারী বিভিন্ন মাধ্যমে নিউইয়র্কের গভর্নরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন। এ নিয়ে অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লটিশিয়া জেমস তদন্ত করেছেন। তদন্তের ফলাফলে কুমোর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ব্রিটনিই প্রথম নারী, যিনি এ অভিযোগে অপরাধ আইনে মামলা করার জন্য এগিয়ে এসেছেন।

অ্যাটর্নি জেনারেলের তদন্ত প্রতিবেদনে ব্রিটনির নাম উল্লেখ না করে গভর্নর কুমো কর্তৃক একাধিক যৌন নিপীড়নের বর্ণনা দেওয়া হয়েছে।

কুমোর আইনজীবী রিটা গ্ল্যাভিন বলেছেন, কুমোর বয়স এখন ৬৩ বছর। ৪০ বছর বয়স থেকে তিনি জনগণের জন্য দায়িত্ব পালন করে আসছেন। হঠাৎ এখন একজন নির্বাহী সহকারীর যৌন নিপীড়নের অভিযোগ কতটা সত্য, তা বোঝার জন্য ধীমান হওয়ার দরকার হয় না।

অপরাধ আইনে অভিযোগ পাওয়ার পর আলবানি শহরের শেরিফ ক্রেইগ অ্যাপল বলেছেন, তদন্তে আলামত নিশ্চিত হলে কুমোকে অপরাধ আইনের অভিযোগ মোকাবিলা করতে হবে।

গভর্নর কুমো আগেই সংবাদ সম্মেলনে দাবি করেছেন, তিনি কোনো নারীকে অশালীনভাবে স্পর্শ করেননি। তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।