কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে টিভি উপস্থাপক ল্যারি কিং

ল্যারি কিং
রয়টার্সের ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ল্যারি কিং করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। লস অ্যাঞ্জেলেস হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

ল্যারি কিংয়ের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলো এবিসি নিউজ ও তাঁর সাবেক কর্মস্থল সিএনএনকে জানিয়েছে, এক সপ্তাহের বেশি সময় ধরে সিডারস-সিনাই মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন তিনি।

দীর্ঘ ছয় দশকের বেশি সময়ের পেশাজীবনে নানা রকমের স্বীকৃতি পেয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে পিবডি ও অ্যামি অ্যাওয়ার্ডও।

সত্তরের দশকে ল্যারি কিং বাণিজ্যিক নেটওয়ার্ক ‘মিউচুয়াল ব্রডকাস্টিং সিস্টেম’-এ রেডিও অনুষ্ঠান ‘দ্য ল্যারি কিং শো’ করে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ১৯৮৫ থেকে ২০১০ সালের মধ্যে সিএনএনে ‘ল্যারি কিং লাইভ অন সিএনএন’ নামের অনুষ্ঠান উপস্থাপনা করেন। রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, বিনোদনজগতের তারকা, ষড়যন্ত্র তত্ত্বের প্রবক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের সাক্ষাৎকার নিয়েছেন তিনি।

সাম্প্রতিক বছরগুলোয় হৃদ্‌রোগসহ বিভিন্ন ধরনের অসুখে আক্রান্ত হয়েছেন ল্যারি কিং (৮৭)। তাঁর হাসপাতালে ভর্তি হওয়া বিষয়ে প্রকাশ্যে কিছু জানানো হয়নি। তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।

সিএনএনকে একটি সূত্র জানায়, গত কয়েক বছরে ল্যারি কিং অনেক স্বাস্থ্য সমস্যার ধকল সামলেছেন। এখন কোভিডে আক্রান্ত হয়ে লড়ছেন তিনি।

ল্যারি কিংয়ের হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রথম প্রকাশ করে বিনোদন পত্রিকা শোবিজ ৪১১। খবরে বলা হয়, তিনি আইসোলেশনে আছেন এবং পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করতে পারছেন না।

সত্তরের দশকে ল্যারি কিং বাণিজ্যিক নেটওয়ার্ক ‘মিউচুয়াল ব্রডকাস্টিং সিস্টেম’-এ রেডিও অনুষ্ঠান ‘দ্য ল্যারি কিং শো’ করে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ১৯৮৫ থেকে ২০১০ সালের মধ্যে সিএনএনে ‘ল্যারি কিং লাইভ অন সিএনএন’ নামের অনুষ্ঠান উপস্থাপনা করেন। রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, বিনোদনজগতের তারকা, ষড়যন্ত্র তত্ত্বের প্রবক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের সাক্ষাৎকার নিয়েছেন তিনি।

ল্যারি কিং ইউএসএ টুডে পত্রিকায় ২০ বছরের বেশি সময় ধরে একটি কলাম লিখে গেছেন। অতি সম্প্রতি রাশিয়ার সরকারি সম্প্রচার মাধ্যম হুলু ও আরটিতে ‘ল্যারি কিং নাউ’ নামে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি।

দীর্ঘ পেশাজীবনে এই গুণী উপস্থাপক ও সাক্ষাৎকারগ্রহীতা যেসব জটিল শারীরিক সমস্যা মোকাবিলা করেছেন, সেগুলোর কয়েকটি হলো ডায়াবেটিস, প্রদাহ, হার্ট অ্যাটাক ও ফুসফুসের ক্যানসার। গত বছর কয়েক সপ্তাহের ব্যবধানে তাঁর দুই ছেলে মারা যান। এক ছেলে মারা যান হার্ট অ্যাটাকে এবং অন্য ছেলে ফুসফুসের ক্যানসারে।

হৃদ্‌রোগে আক্রান্ত স্বল্প আয়ের মানুষের জন্য ল্যারি ১৯৮৮ সালে কার্ডিয়াক ফাউন্ডেশন নামের একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন।