ক্যানসেলেশন অব রিমুভালের মাধ্যমে গ্রিনকার্ড প্রাপ্তি

যেসব ইলিগ্যাল ইমিগ্রান্ট ডিপোর্টেশন বা রিমুভাল প্রসিডিংয়ে রয়েছেন তাঁরা কয়েকভাবে রিলিফ অথবা প্রোটেকশন চাইতে পারেন। যেমন অ্যাসাইলাম, উইথ হোল্ডিং অব রিমুভাল, অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস, ভলান্টারি ডিপারচার, ক্যানসেলেশন অব রিমুভাল, ওয়েইভার অব ইনএ্যাডমিসিবিলিটি ও সাসপেনশন অব ডিপোর্টেশন। ইলিগ্যাল ইমিগ্রেশন রিফর্ম অ্যান্ড ইমিগ্রান্ট রেসপনসিবিলিটি অ্যাক্টের ২৪৪ ধারায় সাসপেনশন অব ডিপোর্টেশনের নিয়মকানুন পরবর্তীকালে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২৩৯ ও ২৪০ ধারায় ক্যানসেলেশন অব রিমুভালে নামে বিস্তারিত এবং কিছুটা পরিবর্তিত আকারে আলোচিত হয়েছে।
আপনি যদি যুক্তরাষ্ট্রের বাইরে জন্ম নেওয়া কোনো ব্যক্তি হন, যিনি দীর্ঘ সময় কোনো রকম লিগ্যাল স্ট্যাটাস ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং আপনি যদি বর্তমানে রিমুভাল প্রসিডিংয়ে থেকে থাকেন, তাহলে আপনি নিম্নলিখিত চারটি শর্ত সাপেক্ষে ক্যানসেলেশন অব রিমুভালের মাধ্যমে গ্রিনকার্ড পাওয়ার জন্য এলিজিবল হতে পারেন। শর্ত চারটি হলো—
১. আপনাকে কমপক্ষে ১০ বছর যুক্তরাষ্ট্রে নিরবচ্ছিন্নভাবে বসবাস করতে হবে। ১০ বছর গণনা শুরু হবে আপনি যেদিন প্রথম আমেরিকায় এসেছেন সেদিন থেকে। ১০ বছর গণনা শেষ হবে (ক) আপনাকে প্রথম যেই তারিখে ইমিগ্রেশন জাজের কোর্টে হাজির হওয়ার জন্য ‘ডিএইচএস ফরম আই-৮৬২, নোটিশ টু অ্যাপিয়ার’ দেওয়া হয়েছে। কারণ, এর মাধ্যমেই আপনি রিমুভাল প্রসিডিংয়ে ঢুকেছেন অথবা (খ) যেই তারিখে আপনি যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে একনাগাড়ে ৯০ দিন অথবা সব মিলিয়ে ১৮০ দিন ছিলেন। তবে আপনি যদি নিজেকে নিগৃহীত (ব্যাটার্ড) স্পাউস অথবা চাইল্ড হিসেবে প্রমাণ করতে পারেন। তবে আপনার ক্ষেত্রে ১০ বছরের পরিবর্তে এই সময়টা হলো তিন বছর।
২. ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২৪০ এ(বি)(১)(ডি) ধারায় আপনাকে প্রমাণ করতে হবে যে যুক্তরাষ্ট্র থেকে রিমুভ বা ডিপোর্ট করলে আপনার মার্কিন নাগরিক বা গ্রিনকার্ডধারী কোয়ালিফাইং রিলেটিভ মানে আপনার স্বামী/স্ত্রী, বাবা-মা অথবা সন্তান ব্যতিক্রমী এবং অত্যন্ত অস্বাভাবিক কষ্টের (এক্সেপশনাল অ্যান্ড এক্সট্রিমলি আনইসুয়্যাল হার্ডশিপ) সম্মুখীন হবেন। এই ‘ব্যতিক্রমী ও অত্যন্ত অস্বাভাবিক কষ্ট’ প্রমাণ করার জন্য কেবল ফাইন্যান্সিয়াল, ইমোশনাল ও ফিজিক্যাল ক্ষতি প্রমাণ করা যথেষ্ট নয়। একজন নিকটাত্মীয়কে ডিপোর্ট করা হলে যেসব অসুবিধা হয়, এটা হতে হবে তার চেয়ে অনেক গুণ বেশি অসুবিধাজনক। উদাহরণস্বরূপ কোনো শিশুর মারাত্মক অসুখ যার চিকিৎসা নিজ দেশে নেই, এটা ব্যতিক্রমী ও অত্যন্ত অস্বাভাবিক কষ্টকর বলে বিবেচিত হতে পারে।
৩. আপনাকে প্রমাণ করতে হবে যে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ১০১(এফ) ধারায় সংজ্ঞায়িত ভালো নৈতিক চরিত্র (গুড মোরাল ক্যারেক্টার) আপনার রয়েছে।
৪. আপনাকে আরও প্রমাণ করতে হবে যে আপনি ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২১২(এ)(২), ২৩৭(এ)(২) এবং ২৩৭(এ)(৩) ধারায় সংজ্ঞায়িত বড় রকমের কোনো আইন আপনি ভঙ্গ করেননি অথবা আপনার বিরুদ্ধে কোনো বড় রকমের অপরাধ প্রমাণিত হয়নি।
আপনি যদি ওপরের সব শর্ত পূরণ করেছেন মর্মে যথেষ্ট ডকুমেন্টারি অ্যাভিডেন্স দিয়েও থাকেন, তবু আপনাকে ক্যানসেলেশন অব রিমুভালের মাধ্যমে গ্রিনকার্ড দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় ইমিগ্রেশন জাজ তাঁর নিজস্ব ডিস্ক্রিশন ব্যবহার করবেন। অন্যদিকে সারা বছর গোটা যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে চার হাজার ক্যানসেলেশন অব রিমুভালের আবেদন অ্যাপ্রুভ করা হয় এবং অনেক ক্ষেত্রেই এই সংখ্যা খুব দ্রুত পূরণ হয়ে যায় বলে আপনার আবেদনের সপক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও ইমিগ্রেশন জাজ হয়তো কোটা পূরণের কারণে অনুমোদন করতে পারবেন না। এ ছাড়া আপনি যদি সিকিউরিটি অ্যান্ড রিলেটেড গ্রাউন্ডে ২১২(এ)(৩) ধারায় ইনএ্যাডমিসিবিল হন অথবা ২৩৭(এ)(৪) ধারায় ডিপোর্টেবল হন, তবে আপনি ক্যানসেলেশন অব রিমুভালের জন্য আবেদন করতে পারবেন না।
ক্যানসেলেশন অব রিমুভালের জন্য আবেদন করতে হলে আপনার আবেদনে যুক্ত প্রত্যেকের বায়োমেট্রিকের জন্য ৮৫ ইউএস ডলার এবং ১০০ ইউএস ডলার ফি দিয়ে ১৪ বছরের বেশি বয়সী প্রত্যেকের জন্য আলাদা ‘ইওআইআর-৪২ বি, অ্যাপ্লিকেশন ফর ক্যানসেলেশন অব রিমুভাল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস ফর সার্টেইন নন–পারমানেন্ট রেসিডেন্টস’ ফরমটি নির্ভুলভাবে পূরণ করে জি-৩২৫ এ, বায়োগ্রাফিক ইনফরমেশন ফরম, এক কপি ছবিসহ জমা দিতে হবে। একই সঙ্গে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অ্যাসিস্ট্যান্ট চিফ কাউন্সিল বরাবরে আবেদনের কপি জমা দিতে হবে।
ইমিগ্রেশন জাজ যদি আপনার ক্যানসেলেশন অব রিমুভালের আবেদন গ্র্যান্ট করেন, তাহলে এরপর গ্রিনকার্ড পাওয়ার প্রক্রিয়া শুরু করার জন্য আপনাকে নিকটস্থ ইউএসসিআইএস অফিসে যেতে হবে ইনফোপাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। সেখানে ইউএসসিআইএস অফিসার কোর্টের অর্ডার এবং অন্যান্য কাগজপত্র যাচাই–বাছাই শেষে আপনার গ্রিনকার্ডের অর্ডার একনলেজ করে আপনাকে ট্র্যাকিং নম্বরসহ একটি রিসিট দেবেন।
লেখক: ব্যারিস্টার-অ্যাট-ল, নিউইয়র্কপ্রবাসী
ই-মেইল: [email protected]