ক্যাপিটলে সহিংসতার জন্য নিউইয়র্কে আরও একজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)
ছবি: এফবিআইয়ের ফেসবুক

ওয়াশিংটন ডিসিতে ৬ জানুয়ারির সহিংসতায় যোগ দেওয়ার অভিযোগে নিউইয়র্ক থেকে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।

গ্রেপ্তার ব্যক্তির নাম এডওয়ার্ড ল্যাঙ। এফবিআইয়ের সহকারী পরিচালক উইলিয়াম সুইনি এক বিবৃতিতে জানিয়েছেন, এডওয়ার্ড ল্যাঙকে নিউইয়র্কের হাডসন ভ্যালি এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ভিডিও চিত্রে দেখা গেছে, এডওয়ার্ড ল্যাঙ ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সহিংসতায় যোগ দিচ্ছেন।

এডওয়ার্ড ল্যাঙের বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ আনা হচ্ছে বলে জানিয়েছেন এফবিআইয়ের সহকারী পরিচালক।

আগামী মঙ্গলবারে এডওয়ার্ড ল্যাঙকে আদালতে উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে।

৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে সহিংসতার ঘটনায় এ নিয়ে নিউইয়র্ক থেকে অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।

এফবিআইয়ের সহকারী পরিচালক উইলিয়াম সুইনি বলেছেন, ওয়াশিংটন ডিসিতে সহিংসতায় জড়িত কেউ রেহাই পাবে না। তদন্তে যাঁদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে, তাঁদেরই গ্রেপ্তার করা হচ্ছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন অব্যাহত রয়েছে।

৬ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে ওয়াশিংটন ডিসিতে জড়ো হন তাঁর হাজারো সমর্থক। তাঁরা একপর্যায়ে কংগ্রেস ভবনে হামলা চালান। ট্রাম্প-সমর্থকদের তাণ্ডবে ক্যাপিটল হিল লন্ডভন্ড হয়। এই ঘটনায় নিহত হন পাঁচজন। আহত কয়েক শ।

নির্বাচনে কারচুপির ভুয়া কথা বলে ট্রাম্প তাঁর সমর্থকদের ওয়াশিংটন ডিসিতে জড়ো করেছিলেন। জো বাইডেনের জয়ের সত্যায়ন ঠেকাতে তিনি তাঁর অন্ধ-সমর্থকদের উসকে দিয়েছিলেন। ট্রাম্পের উসকানিতে তাঁর সমর্থকেরা ধ্বংসাত্মক কাজে যোগ দিয়েছিলেন।

এফবিআইসহ মার্কিন সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এখন ওই সহিংসতায় জড়িতদের হন্য হয়ে দেশের সর্বত্র খুঁজছে।

আমেরিকার বাইরে থেকে সহিংসতায় ইন্ধন দেওয়ার কোনো পরিকল্পনা ছিল কি না, তা নিয়েও তদন্তের কথা জানিয়েছে এফবিআই।

প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, সহিংসতায় মদদ দেওয়ার জন্য কোনো আইনপ্রণেতার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ গ্রহণ করবেন। ৬ জানুয়ারির সহিংসতার পরিপ্রেক্ষিতে নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে যাচ্ছে।