ক্যাপিটলে হামলার আটকে দেওয়া নথি প্রকাশে বাধা নেই
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার দিনের হোয়াইট হাউসের বেশ কিছু নথি গোপন রাখার জন্য বিশেষ ক্ষমতাবলে আদেশ দিয়েছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি এসব নথি প্রকাশ হওয়া ঠেকাতে আদালতেও গেছেন তিনি।
তবে স্থানীয় সময় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি আদালত আদেশ দিয়েছেন, কংগ্রেসের তদন্ত কমিটির সামনে এসব নথি প্রকাশে কোন বাধা নেই। খবর এএফপির।
এই বিষয়ে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক তানিয়া চুতকান বলেন, ‘ট্রাম্পের আবেদন খারিজ করা হয়েছে। জনস্বার্থ বিবেচনায় এসব নথি তদন্ত কমিটির সামনে প্রকাশে বাধা থাকছে না।’
এর আগে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ৭৭০ পৃষ্ঠার বেশি এসব গোপন নথি প্রকাশের অনুমোদন দিয়েছেন।
ট্রাম্পের উগ্র সমর্থকেরা গত ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলার সময় প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের বিজয়ের সরকারি নথি নষ্ট করে। নির্বাচনে বাইডেনের বিজয়কে নস্মাৎ এবং সে সময় ভবনটিতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন বানচাল করার লক্ষ্যেই মূলত হামলা চালানো হয়েছিল।
পরে ওই হামলায় অংশ নেওয়ার জন্য ৬৭০ জনের বেশি মানুষকে অভিযুক্ত করা হয়েছে। কংগ্রেসে তদন্ত চলছে। হামলার বিষয়টি ট্রাম্প আগে থেকেই জানতেন কি না, তা বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা।